গোপাল দেবনাথ- গত২৪ থেকে ২৭শে ডিসেম্বর জামশেদপুরের বিষ্টুপুরে আয়োজিত হল ষষ্ঠ সুব্রত ক্ল্যাসিক ইন্টারন্যাশনাল ডেডলিস্ট চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে ৭৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই ৭৫জন অংশগ্রহণকারী বিভিন্ন ওজনের নানা বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ৬টি বিভাগের মধ্যে ছিল ৪৭কেজি,৫২কেজি,৫৭কেজি,৬৩কেজি,৭২কেজি এবং ৮৪কেজি বিভাগ। এই ৮৪কেজি বিভাগে অংশগ্রহণ করেন কলকাতার সায়নিকা সাউ। এই ৮৪কেজি বিভাগেই ওজন তুলে সায়নিকা প্রথমস্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন, এই বিভাগে ৯জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। সংস্হার পক্ষ থেকে প্রতিটি বিভাগ থেকে তিনজনকে মেডেল দিয়ে পুরষ্কৃত করা হয়। এই সায়নিকা সাউ স্বর্ণপদক পাওয়ার পর জানালেন, আমার এই স্বর্ণপদক পাওয়ার কৃতিত্বের পিছনে আমার পরিবার এবং আমার প্রিয় কোচ শম্পা গুহ র অবদান অনস্বীকার্য।
জামশেদপুরে ষষ্ঠ সুব্রত ক্ল্যাসিক ইন্টারন্যাশনাল ডেডলিস্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করল কলকাতার সায়নিকা সাউ
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment