শু ভ জ ন্ম দি ন জা কা র বা র্গ
বাবলু ভট্টাচার্য : একটি জীবন যেন রূপকথা। কখনো উৎসুক কথকতা। নীল আকাশের নীরব কথা। অমল ঘুমে স্বপ্ন দেখে শ্যামল চিবুক ছেলে। তিনি মার্ক এলিয়ট জাকারবার্গ। আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। Mark Elliot Zuckerberg– যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘ফেসবুক’-এর প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে ফেসবুক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।
নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিৎসক এডওয়ার্ড জাকারবার্গের পুত্র মার্ক জাকারবার্গ। আর্ডসোল হাইস্কুলে তিনি গ্রিক এবং ল্যাটিন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। পরে ফিলিপস্ এক্সটার একাদেমিতে স্থানান্তরিত হন। সেখানে তিনি বিজ্ঞান এবং ক্লাসিক্যাল শিক্ষায় পুরস্কৃত হন। তিনি অসিক্রীড়া তারকা ছিলেন এবং অসিক্রীড়া দলের অধিনায়ক ছিলেন। কলেজে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে আবৃত্তি করার জন্য পরিচিত ছিলেন।
জাকারবার্গ যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন , সেইসময় তিনি ও তাঁর চারজন সহপাঠী মিলে বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরি রুমে ফেসবুক -এর সূত্রপাত এর দিনটা ছিল ৪ ফেব্রুয়ারি ২০০৪। তাঁরা এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করেন। প্রথমে কলেজ ক্যাম্পাসে শুরু হলেও দ্রুত ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা।
২০১০ সালে, মাত্র ২৬ বছর বয়সেই জাকারবার্গ ফেসবুক-এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে টাইমস ম্যাগাজিনের বিচারে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছেন। তিনিই বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিওনিয়র এবং বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬২.৬ বিলিয়ন মার্কিন ডলার (২০১৭ )। তিনি ২০১২ সালের ১৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্ত্রী Priscilla Chan. তিনি ইহুদি হলেও নিজেকে একজন নাস্তিক হিসাবেই বর্ণনা করেন।
মার্ক জাকারবার্গ ১৯৮৪ সালের আজকের দিনে (১৪ মে) নিউইয়র্কে জন্মগ্রহণ করেন।
Be First to Comment