অশোক ব্যানার্জী ::–
ছোট্ট বেলার তীর্থধামে
——————————–
যাবে নাকি ছোট্ট বেলায় ?
আসবো আমি গাড়ি নিয়ে ?
ছোট বেলার মনটা আছে ?
চলো তবে সেইটা নিয়ে।
সেই মনটার দরকার খুব
ছোট্ট বেলায় যেতে গেলে
ছোট্ট বেলা পাবে তুমি
কেমন করে তা’ না হলে ?
ছোট্ট বেলার মনটা যদি
হারিয়ে যায় চিরতরে
ছোট্ট বেলা ফিরে তবে
পাবেই না আর তেমন করে ।
ছোট্ট বেলায় যেতে গেলে
ছোট্ট বেলার মনটা চাই,
সবুজ মন,অবুঝ মন
এই বয়সে কোথাও নাই!
সেই মনটা হারিয়ে গেলে
ছোট্ট বেলাও হারিয়ে যাবে,
খুঁজে দেখ সেই মনটা
আজকে তাকে কোথায় পাবে ?
সেই মনটা ফিরে পেলে
বয়সটা যাবে অনেক কমে
বৃদ্ধ হয়েও পৌঁছে যাবে
ছোট্ট বেলার তীর্থধামে!
তাই তো বলি বড় হয়েও
ছোট্ট বেলার মনটা রাখো,
সব্বাইকে ভালবেসে
নিজেও তুমি ভালো থাকো ।
অশোক ব্যানার্জী।
Be First to Comment