অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী
ছেলেবেলা দুষ্টুমিতে ভরা /
বাড়িতে আলাদা জাতের আলাদা হুঁকো ,
সবার নলচে মুখে নিয়ে দেখত জাত যায় কিনা !
বাব্বা, বুকের পাটাখানা দেখেছ ছেলেটার ?
তারপর কত ঘাত প্রতিঘাত, অভাব অনটন,
কিন্ত বুকের পাটায় এতটুকু চিড় ধরেনি বরং …!
উপোষী মায়ের মুখ দেখে স্থির থাকতে পারেনি ,
দৌড়ে গিয়ে দাঁড়ালো সেই মায়ের সামনে , সে সবার মা !
একটা চাকরি , দু মুঠো দু বেলা …।
চাইতে গিয়ে মুখ দিয়ে কথা সরলনা !
ভ্যা করে কেঁদে দিল মায়ের সামনে !
পেছন থকে উড়ে এল সেই ফোকলা দাঁতের উদাত্ত হাসি !
‘ এই পাগলটা কি কোন তুক করল ‘?
” কিরে পারলি চাইতে ? যা যা আবার গিয়ে দাঁড়া , বল মনের কথা ” !
সে গিয়ে আবার …, মুখ দিয়ে বেরিয়ে এল কয়েকটা কথা !
“আমায় গ্যান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও”!
সেই শব্দ ধ্বনি তে নড়ে উঠল বিশ্ব সংসার , স্তব্ধ পশু পাখিরা !
মায়ের মুখ খানা তেল তেলে লাগছে !
মা কি শুনতে পেল ?
কান্নায় ভেসে যায় ওই ফোকলা মানুষটার মুখ চোখ !
কাঁপা গলায় মানুষ টা…না না মন্ত্র…নাকি মা বললো !
” ওরে তোর মোটা ভাত কাপড়ের অভাব হবেনা কোন দিন ” !
ব্যাস ! সেই শুরু হল যাত্রা !
কত পথ অতিক্রম, কত অপমান, অবহেলা !
কিন্তু নিজের সিদ্ধান্তে স্থির সন্যাসি হওয়া ছেলেটা !
বাব্বা, বুকের পাটাখানা দেখেছ ছেলেটার !
সব ছেড়ে দিল কিন্তু মা ? তার দুঃখে কষ্টে ছুটে যায় তার কাছে !
মার কথা শুনলে সব ভুলে যায় !
এ কেমন সন্যাসি যে নিজের কাঁধে সর্বক্ষণ বয়ে বেড়ায় গৃহধর্ম !
সর্বক্ষণ হৃদয় জ্বলছে পবিত্র আগুনে !
আয়ু ক্ষয় হয় হু হু করে !
খুব কম বয়েস, তবে বেঁচে থাকার মত বাঁচা !
“পড়তে হবেনা, পুঁথি পুরান ফেলে দিয়ে খেলার মাঠে নামো,
মানুষের কথা মানুষ হয়ে ভেব তাহলেই সব হবে” !
চলে গেল দুষ্টু ছেলেটা, যাবার দুদিন আগে সবাইকে বলে গেল , “মায়ের যেন কোন কষ্ট না হয়”/
আজ ছেলেটার জন্মদিন !
খুব কষ্ট, চোখ জলে ঝাপসা ,আর ভীষণ গর্ব বহন করে
মনে মনে আওড়াই।
‘এই দুষ্টু ছেলেটা , আর একবার আয়না রে , তোকে দু চোখ ভরে দেখি
তোর পা দুখানা জড়িয়ে একটু কাঁদি ‘ !
স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
Be First to Comment