শিখা দেব : কলকাতা, ৪ মে, ২০২৪। শেষ রক্ষা হলো না। ভারত সেরা দলের স্বপ্ন অধরা থেকে মোহনবাগান সুপার জায়ান্টস দলের। সবুজ মেরুন নৌকো ডুবে গেল যুবভারতী স্টেডিয়ামে। মোহনবাগান ১-৩ গোলে হার স্বীকার করলো মুম্বই সিটি এফ সি দলের কাছে।
খেলার প্রথম পর্বে জেসন কামিন্স গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। কিন্তু তা ধরে পারে নি। দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই মুম্বই দল দাপটের সঙ্গে খেলতে থাকে। মুম্বইয়ের দিয়াজ দারুন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। সমতা ফিরে আসতেই মুম্বই দল আরও আক্রমনমুখী হয়ে ওঠে। এরই মধ্যে বিপিন সিং গোল করে মুম্বই দলকে এগিয়ে দিতেই খেলার রাশ মুম্বই দল টেনে ধরে। মোহনবাগানের রক্ষণভাগ ভেঙেচুরে একাকার হয়ে যায়। ইনজুরি সময়ে জাকুব গোল করে(৩-১) জয়কে নিশ্চিত করে দেন। ভারত সেরা দল হতেই মুম্বইয়ের ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন মাঠে।
গ্রীষ্মের তাপদাহের মধ্যেই সবুজ মেরুন নৌকোর ভরাডুবি যুবভারতীতে….।

More from InternationalMore posts in International »
- আজ আন্তর্জাতিক কিডনি দিবস…।
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- কৃষ্ণ বলো সঙ্গে চলো- মায়াপুরের যোগপীঠে গৌর জয়ন্তী মহোৎসব উদযাপন….।
- মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মার টিম ইন্ডিয়া ব্রিগেড….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- কানে শোনার সমস্যা কমাতে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে শ্রবণ সুরক্ষায় পদযাত্রা আয়োজিত হলো….।
More from SportMore posts in Sport »
- মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মার টিম ইন্ডিয়া ব্রিগেড….।
- নব যুব সম্মিলনীর মোহনবাগানের আই এস এল লীগ শিল্ড জয় উদযাপন করলো…।
- বিশ্ব ক্যারাটে জাজ পরীক্ষায় উত্তীর্ণ কলকাতার ক্যারাটে মাস্টার অয়ন….।
- মোহনবাগান সুপার জায়ান্ট ৩-০ গোলে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দিল…।
- তৃতীয় অল বেঙ্গল ওপেন আয়রন লিফটিং বডি বিল্ডিং আর্ম ফাইটিং যোগা ডান্স চ্যাম্পিয়নশিপ -২০২৫….।
- সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল কে সন্মান জানালো ইস্টবেঙ্গল ক্লাব….।
Be First to Comment