নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি কলকাতায় সাংবাদিক সম্মেলন করলো ইলেক্ট্রনিক শিল্পের অগ্রণী সংস্থা এল জি
ডিজিটাল দুনিয়াতে এক বৈপ্লবিক যুগের সূচনার ঘোষণা নিয়ে .সংস্থার তরফে কর্তা ইউনচুল পার্ক বলেন ,গত কয়েক বছর ধরে আমরা গেমিং সেগমেন্টে বিশাল বিবর্তন দেখছি .তাই আমাদের ব্র্যান্ডের গেমগুলি আজকের ভোক্তাদের কাছে সময়োপযোগী আধুনিক গেম পৌঁছে দিতে উদ্যোগী হয়ে নতুন স্বচ্ছ ছবি ও গতিসম্পন্ন গেম তৈরী করেছি .সংস্থার দক্ষিণ এশিয়ার ডিরেক্টর বিশাল ধূপার বলেন ,ভার্চুয়াল গেমের বাজার বিশ্বব্যাপী বাড়ছে ,এল জি উন্নতমানের প্রযুক্তিতে তৈরী গেম বাজারে পথিকৃতের জায়গা নিচ্ছে
ছবিঃ গোপাল দেবনাথ
Be First to Comment