সুজিত চট্টোপাধ্যায়
সম্প্রতি নেতাজিকে নিয়ে যে সিনেমাটি দেখানো হচ্ছে ,সেখানে একটি দৃশ্য আছে জনৈক গবেষক অন্তর্বাস পড়ে বিয়ার খেয়ে ঘুরছেন .আর একটি সংলাপে বলা হচ্ছে ,ওল্ড মংক রাম নাকি নেতাজি সন্ন্যাসি হওয়াতে নামকরণ হয়েছে।এই ছবির গবেষকরা উদ্ভট তথ্য পেলেন কোথা থেকে.আদতে আর্থিক বলীয়ান এক চক্র ষড়যন্ত্রের ছক সাজিয়ে চলেছেন . এমনটাই বলছেন অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দেব মুখার্জি,নেতাজি গবেষক পূরবী রায়,আইনজীবী চান্দ্রেয়ী আলম এবং নেতাজির ভাগ্নি চিত্রা ঘোষ।
বিস্ফোরক মন্তব্য করে জয়দীপবাবু এবং পূরবী রায় বলেন ,অনুজ ধর,চন্দ্রচূড় ঘোষের মতো কিছু প্রতারক সৃজনধর্মী পরিচালককে প্রভাবিত করেছেন নেহেরুর নির্দেশে এরকম কয়েকজন কে ডামি বানিয়ে বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছিলেন বি পি মল্লিক কে।গুমনামি বাবা যদি সত্যি নেতাজি হয়ে থাকেন তাহলে তার মৃত্যুর সার্টিফিকেট কোথায়?
সংগঠনেরপক্ষে জানানো হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে এই সিনেমার ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে .পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু নন,আজাদ হিন্দ সরকারের প্রধান নেতাজিকে ঘোষণা করা হোক।
Be First to Comment