গোপাল দেবনাথ : গোবরডাঙ্গা, ২৪, সেপ্টেম্বর, ২০২০। আমাদের দেশ তথা আমাদের রাজ্যে যে সকল দল নাট্য চর্চা করেন তাদের মধ্যে অন্যতম দল গোবরডাঙ্গা ‘নকসা’। ৪০ বছরের একটি রেজিমেন্টাল দল ‘গোবরডাঙ্গা নকসা’ আর সেই কারণেই গত ২১ সেপ্টেম্বর তারা তাদের নতুন নাটকের প্রদর্শন করতে পারলো দর্শকদের সামনে। এটা শুধুমাত্র প্রতীকী প্রদর্শনী নয়, গত ২১ সেপ্টেম্বরে শুরু হওয়া এই নাটক আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নাটকের তীর্থক্ষেত্র গোবরডাঙ্গা’র সাতটি স্থানে। তাদের নতুন নাটক “প্যান্ডেমিক” প্রতিদিন ঠিক বিকেল ৪ টের সময় শুরু হয়। মজার কথা এই নাটকটি প্রদর্শিত হচ্ছে খোলা আকাশের নীচে।
করোনা মহামারীর কারণে গত ছয় মাস ধরে সব ধরণের বিনোদনের ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিলো, বর্তমানে সরকারি নিয়ম মেনে একশো জন দর্শক নিয়ে খোলা আকাশের নীচে নাটক মঞ্চস্থ করার অনুমতি নিয়ে প্রদর্শিত হচ্ছে প্যান্ডেমিক। যে নাটক সমাজের কথা বলে মিডিয়া রাজের কথা বলে, এই নাটকে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বেশ কিছু নজর কাড়া দৃশ্য আছে। রাজ্য সরকার গত ২১ সেপ্টেম্বর থেকেই নাটক মঞ্চস্থ করার অনুমতি দিয়েছেন। যে সকল জায়গায় এই নাটকটি মঞ্চস্থ হচ্ছে সেই সকল জায়গার নাম গৈপুর, গোবরডাঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র, চ্যাটার্জি পাড়া, খেলাঘর সংলগ্ন মাঠ, ১ নম্বর কলোনী, আশুতোষ বয়েজ ক্লাব, প্রসন্ন পার্কে। স্থানীয় সংগঠনকে সাথে নিয়ে সমস্ত প্রদর্শনী গুলো হবে এই সেপ্টেম্বর মাসেই।
এই কথা জানালেন, গোবর ডাঙ্গা নকশার প্রাণপুরুষ আশীষ দাস। এই নাটকে অংশগ্রহণ করেছেন ১২জন শিল্পী ৫ জন সহকারী কে সাথে নিয়ে প্যান্ডমিক নাটকটি প্রস্তুত করেছেন ভূমিসূতা দাস (ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী)। সংগীতে সুমনা মিত্র এবং আবহ সংগীতে সৌম্যদীপ চক্রবর্তী ও রানা বারুই। এই নাটকের প্রধান উপদেষ্টা ও নকশার কর্ণধার খুব জোরের সাথে জানালেন গোবরডাঙ্গার ১৭টি ওয়ার্ডেই এই প্যান্ডেমিক নাটকটি মঞ্চস্থ করার চেষ্টা করবো।
Be First to Comment