রাজিব মুখোপাধ্যায় : সোদপুর, ২৪ সেপ্টেম্বর ২০২২। আরসালানের বিরিয়ানির আস্বাদ এবার সোদপুরেও । সঙ্গে মোগলাই খানার খানদানি সম্ভার। মটন হোক বা চিকেন জিভে জল আনা বিরিয়ানি, চাঁপ, কাবাব এর মন মজানো মেহেফিলে সোদপুরবাসী স্বাগত।
গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার পানিহাটি ধানকল মোড়ের বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে আরসালানের নতুন আউটলেটের সূচনা লগ্নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র।
জাদুকরি পরিবেশ, খাদ্যের উন্নত গুণমান, পরিবেশনে পাঁচতারা পেশাদারিত্বর মাঝে ফিস টিক্কা কাবাব, চিকেন তন্দুরি বাটার মশালা সহ প্রায় দুশো রকমের মোগলাই পদের স্বর্গীয় আস্বাদের আশ্বাস দিচ্ছেন আরসালান কর্তৃপক্ষ।নানা রকম সরবতের সম্ভারও থাকছে আরসালানের নতুন এই আউটলেটে।
পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, হাতিবাগান, নিউ আলিপুর, রাজারহাট, কসবা, যশোর রোডের পর সোদপুর পানিহাটি আরসালানের জনপ্রিয়তার মুকুটে নতুন পালক বলা যেতে পারে। আরসালানের নতুন আউটলেটের জন্য খাদ্যরসিক এলাকাবাসী খুবই খুশি।
Be First to Comment