অশোক দে : নৈহাটি, ১৩ জুন ২০২২। আম-বকুলের ছায়ার নিচে মরমী কবি বিজয় সরকারের পুণ্যভূমিতে বিজ্ঞের মতো দুটি কবিতা আবৃত্তি করছিল কবির উত্তরসূরি আশ্রীনা অধিকারী। নাটকীয় ভঙ্গি, স্বচ্ছ উচ্চারণ সকলের মন কেড়ে নিয়েছে। রবীন্দ্র-নজরুলমুখী উৎসবে আরও তিন শিশু সুরভি মন্ডল, মণীষা ঢালি (গান) প্রদীপ্ত করাল (তবলা) চোখে পড়েছে। উত্তর চব্বিশ পরগণার নৈহাটির কাছাকাছি কেউটিয়া গ্রামে জগদ্ধাত্রীতলায় সকাল থেকেই বসেছিল এই আসর।
মাল্যদানের মাধ্যমে তিন কবির প্রতি শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লালন আকাদেমি ও বাংলা সংস্কৃতি বলয়-এর সদস্যরা। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আবৃত্তি শোনান অরবিন্দ পাইক, ডি লক্ষণ (তবলা বাদকও), চৈতি দেব, প্রতিমা দাস, প্রলয় মৃধা, মৃত্তিকা মালাকার সহ অনেকে। মিলিত উপস্থাপনায় কবিতা ও গানে অংশ নেন বিপ্লব মন্ডল, তীর্থ সুন্দর বিশ্বাস, টিনা ঘোষাল ও অলোক চন্দ ।
কাজল অধিকারীর আমন্ত্রণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলা সংস্কৃতি বলয়। উপস্থিত ছিলেন অমলেশ দাশগুপ্ত, তাপসী রায়চৌধুরী, রানা দেব, সেবক ভট্টাচার্য প্রমুখ।
Be First to Comment