Press "Enter" to skip to content

কি বিক্রমে চাঁদের জরিপ শুরু বিষ্ময়েতে বুকটা দুরু দুরু ! চাঁদ নেই আর অনেক অনেক দূরে চাঁদ নেমেছে তোমার আমার ঘরে…. ।

Spread the love

অশোক ব্যানার্জী ::–

হঠাৎ যেন আকাশ পেলাম হাতে
“বিক্রম” যখন নামল চাঁদের মাঠে !
বহু বছরের পরিশ্রম, নিরলস চেষ্টা
আজ মেটালো অদম্য ভাব, মেটালো তেষ্টা ।
অবাক হয়ে ভাবছি বসে আমি
ভারতবর্ষ ভারতবর্ষ তুমি
আজকে করলে অসাধ্য এক ভোগ
চাঁদের সাথে মধুর যোগাযোগ !
যে চাঁদ ছিল বিষ্ময়ের,নানান প্রশ্ন নিয়ে
আজ ভারতের চন্দ্র যান নামলো সেথায় গিয়ে ।
চাঁদ আমাদের পৃথিবীর, চাঁদের কাছে ঋণী
বহুদিনই এই পৃথিবী,জানি ।
কি বিক্রমে চাঁদের জরিপ শুরু
বিষ্ময়েতে বুকটা দুরু দুরু !
চাঁদ নেই আর অনেক অনেক দূরে
চাঁদ নেমেছে তোমার আমার ঘরে ।
চাঁদের গায়ে ভারত নামটা লেখা
পৃথিবী থেকেই যাচ্ছে সেটা দেখা ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.