Press "Enter" to skip to content

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভাষা নিয়ে কর্মশালা….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ৩০ জুন, ২০২৫। বিশ্বায়নের এই যুগে দাঁড়িয়ে বাংলা ভাষার গতিপথ ঠিক কোন দিকে? ধ্রুপদী বাংলার ভবিষ্যতের লাগাম কি ক্রমশ চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার হাতে? এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্নগুলোকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সোমবার থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী এক বিশেষ কর্মশালা। এই কর্মশালাটির মূল উদ্দেশ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মুখে বাংলা ভাষার অবস্থান এবং প্রয়োগ ও ব্যবহারের নতুন নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ। এই কর্মশালাটি আগামী ৪ জুলাই শুক্রবার পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের সূচনা হয় বিভাগের ছাত্রছাত্রী ও গবেষকদের সমবেত কণ্ঠে অতুলপ্রসাদ সেনের কালজয়ী গান ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ পরিবেশনের মাধ্যমে। এই গানের সূত্র ধরেই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, “প্রয়োগের পার্থক্যের জন্যই আমাদের বাংলা ভাষা এত সমৃদ্ধ। বাংলা ভাষার কত রূপ কত বৈচিত্র! পেশা, অঞ্চল ইত্যাদি ভিন্ন হওয়ার ফলে ভাষায় এসেছে বৈচিত্র। বাংলা ভাষায় এই ভিন্নতা খুঁজে বার করার মধ্যেই রয়েছে কর্মশালার সার্থকতা।”
উদ্বোধনী ভাষণে বিশিষ্ট ভাষাবিদ ও শিক্ষাবিদ পবিত্র সরকার বাংলা ভাষার প্রায়োগিক দিকটির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “জীবিকা ছাড়াও সাংবাদিকতা, বিজ্ঞাপন, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে বাংলা ভাষা প্রয়োগের সুযোগ রয়েছে। বাংলাকে যেন বাংলার মত সুন্দর করে বলা হয়। প্রয়োগের ক্ষেত্রে অহং বোধের জায়গাটা যেন বাংলা ভাষাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।” অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাষার উপর সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করেন অধ্যাপক পলাশ বরন পাল। তিনি বলেন, “কুড়ি বছর আগে মানুষের বলা কথা, তার উচ্চারণ পরিশুদ্ধ করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হত। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজের মনের কথা অকপটে তুলে ধরছে ফলে ভালো মন্দ মিশিয়ে ভাষার প্রয়োগের সবটাই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে।”
এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক সঞ্জিত মণ্ডল, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. পীযূষ পোদ্দার প্রমুখ। তাঁদের পাশাপাশি প্রায় তিন শতাধিক উৎসাহী ছাত্রছাত্রী, গবেষক এবং ভাষা-প্রেমী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

More from EducationMore posts in Education »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.