গোপাল দেবনাথ : কল্যাণী, ৩ এপ্রিল, ২০২৫। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার নতুন কোর্সের আনুষ্ঠানিক সূচনা হল বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল প্রদীপ জ্বালিয়ে নতুন কোর্সের উদ্বোধন করে জানালেন, “সাংবাদিকদের সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি। সংবাদ ও মতামতের মধ্যে পার্থক্য বোঝা এবং ব্যক্তিগত বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করাই প্রকৃত সাংবাদিকতার সার্থকতা।”
বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গেছে, পুরনো ব্যাচে উত্তীর্ণ হয়েছে ৫৩ শিক্ষার্থী। এই বছর নতুন কোর্সে ভর্তি হয়েছে প্রায় একশো ছাত্রছাত্রী। বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় বলেন, “সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে দক্ষ সাংবাদিকের গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।” বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের জানান, “কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই কোর্স শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাও শেখায়।এই শিক্ষাদানের কথা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ফলে বাংলার বাইরে ত্রিপুরা ও আন্দামান থেকে ছাত্রছাত্রীরা এখানে আসছেন।” এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. তুষার পটুয়া, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, ড. পীযূষ পোদ্দার, ড. সীমা সরকার-সহ প্রায় তিনশো শিক্ষার্থী ও গবেষক।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার নতুন কোর্স….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment