Press "Enter" to skip to content

কলকাতায় তানিস্ক এর নতুন ব্র্যান্ড মিয়া উদ্বোধন করলেন সাংসদ অভিনেত্রী নুসরাত….।

Spread the love

 

শ্রীজিৎ চট্টরাজ: কলকাতা, ১জুলাই ২০২২। রথযাত্রার বিকেলে রাজারহাট সি সি ২তে টাইটান লিমিটেডের তানিস্ক নতুন মিয়া ব্র্যান্ডে সোনা, হীরে ও রং বেরঙের দামী পাথরে তৈরি আকর্ষণীয় অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার বিপণীর উদ্বোধন করল। উদ্বোধন করলেন রাজ্যের সাংসদ ও অভিনেত্রী নুসরাত। কলকাতার যশোর রোড ও সি সি ২ এর সুসজ্জিত বিপণীতে বঙ্গনারীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে মিয়া ব্র্যান্ডের অলঙ্কার।

অনুষ্ঠানে মিয়া ব্র্যান্ডের পক্ষে ব্যাবসায়িক প্রধান শ্যামালা রামানান বলেন- আমরা গর্বিত, আধুনিক মনস্ক নতুন প্রজন্মের রুচিসম্পন্ন নারীদের চাহিদা স্মরণে রেখে তানিস্ক এর ব্যানারে নতুন ব্র্যান্ড মিয়া বাজারে আনতে সক্ষম হয়েছি।

আধুনিক নারীর ব্যক্তিত্বের সহায়ক মিয়া ব্র্যান্ড যে কলকাতার ফ্যাশন সচেতন নারীদের মন জয় করবে সে ব্যাপারে আমরা নিশ্চিত। কেনাকাটার অভিজ্ঞতায় মিয়া এক অভাবনীয় চাহিদা পূর্ণ করবে। ১৪ ক্যারেট সোনার শৈল্পিক ডিজাইনে থাকছে প্রায় ১৬০০ রকমারি অলঙ্কার। ২৯৯৯/-টাকা থেকে শুরু অলঙ্কার সম্ভার।

এই মুহুর্তে দেশে প্রায় ৬০ টি দোকান। তানিস্কের ঐতিহ্যে এক নতুন পালক মিয়া।আজ থেকে তিনদিন থাকছে ২০ শতাংশ বিশেষ ছাড়।

More from BusinessMore posts in Business »
More from LifestyleMore posts in Lifestyle »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.