সুজিৎ চট্টোপাধ্যায় / গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ নভেম্বর ২০২১। ২০১৬ অলিম্পিকের সাফল্যকে ছাপিয়ে গেল টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক ২০২০।২০১৬ র অলিম্পিকে ভারতের সর্বমোট পদক ছিল ৬ টি। ২০২১ এ তা বেড়ে দাঁড়াল ৭ টিতে। এরমধ্যে ৬ টি পদকই ছিল ব্যক্তিগত বিভাগে।
একটি পদক ছিল পুরুষদের দলগত খেলা হকিতে। ভারতের হারিয়ে যাওয়া হকির খ্যাতিকে ভারতীয় হকি দল ফিরিয়ে আনল জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্চ পদক জিতে। তাছাড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিভাগে ভারতের এই প্রথম সোনা জয় ছিল অপ্রত্যশিত।
এই বিভাগে ভারতের অলিম্পিকের ইতিহাসে সোনা জয় ইতিহাসে স্থান পাবে। এসব যেমন ভারতীয় দলের খেলোয়াড়দের পরিশ্রম আর নিষ্ঠার ফসল, তেমনই সুপরিকল্পিত অবদানের কৃত্তিত্ব প্রাপ্য বিভিন্ন ক্রীড়া সংগঠনের ও সর্বোপরি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ড: নারিন্দার ধ্রুব বাত্রার।
গত ১৩ নভেম্বর শনিবার মধ্য কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে ড: বাত্রা এসেছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এক সম্বর্ধনা নিতে। এই রাজ্যের খেলাধূলার বিভিন্ন সংগঠনের দেওয়া সংবর্ধনা গ্রহন করে আপ্লুত ডঃ বাত্রা।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি জানান, বাত্রাজি আমার গুরু। ভারতীয় ক্রীড়া জগতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের সাফল্য আনতে সহায়ক হবে।
বাত্রাকে বাংলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের তরফে সম্বর্ধনা জানানো হয়। দেওয়া হয় বাংলার সংস্কৃতির কিছু উপহার। অনুষ্ঠানের শুরুতে করোনা আবহে ক্রীড়া জগতের যেসব ব্যক্তিত্ব প্রয়াত হন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একমিনিট নীরবতা পালন করা হয়।
ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন।
স্যার দোরাবজি টাটা। সময়টা ১৯২৭-২৮। ২০১৭সালে ১৪ডিসেম্বর ১২ তম সভাপতির দায়িত্ত্ব নেন নারিন্দার ধ্রুব বাত্রা। সম্বর্ধনার উত্তরে বাত্রা বলেন,গত অলিম্পিকে আশা করা হয়েছিল দুই অঙ্কের পদক প্রাপ্তি।কিন্তু তা আসেনি। তবু ২০২০র অলিম্পিকে আগের চেয়ে অনেক বেশি সাফল্য এনে দিয়েছেন।
আমি আশাবাদী আগামী অলিম্পিকে আমরা আরও বেশি সাফল্য পাবো।বাংলার বিভিন্ন ক্রিয়ায় উন্নতি ঘটছে ধন্যবাদ প্রাপ্য বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিদের এবং বিশেষ করে ধন্যবাদ প্রাপ্য বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জিকে।
এই অনুষ্ঠানে ডঃ বাত্রা যেমন সম্মানিত হয়েছেন ঠিক তেমনই তিনিও আয়োজকদের সম্মানিত করেন।
Be First to Comment