Press "Enter" to skip to content

কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালে এবার দূর্গা বন্দনা, বাংলার লোকশিল্পী থেকে শহরের স্ট্রিট মিউজিশিয়ানদের বাৎসরিক উৎসব আগামীকাল ২৯ সেপ্টেম্বর

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ সেপ্টেম্বর ২০২৯।পুজোর আগে পুজোর আমেজ গানের সুরে, ঢাকের বোলে, পুরুলিয়ার ছৌয়ের দুর্গার ঝকমকে চোখ ধাঁধানো নৃত্যের সাথে ধামসা, ঢোল, সানাইয়ের সুরে পুজোর আগমনের বার্তা, কখনো বীরভূমের বহুরূপী শিল্পীদের দুর্গার অকাল বোধন পালা, মেদিনীপুরের পটশিল্পীদের আঁকা দুর্গা পটের গান, আবার ব্যান্ড পার্টির বাজনা। পথ শিল্পীদের দুর্গা বন্দনা এবছরের কলকাতা স্ট্রিট মিউজিক ফ্যাস্টিভালের প্রধান আকর্ষণ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদন করছেন কলকাতা স্ট্রিট মিউজিক ফ্যাস্টিভাল সিজন ফোর। আয়োজন,পরিকল্পনায় সুদীপ্ত চন্দ। যৌথ উদ্যোগে চ্যাপ্টার টু, সহযোগিতায় সোমা দাস, অনন্যা পাল, সুরজিৎ কালা। আগামীকাল শুক্রবার ২৯ সেপ্টেম্বর,২০২৩, দুপুর বারোটা থেকে চ্যাপ্টার টু, সাদার্ন আ্যভেনিউতে পথ সঙ্গীতের বাৎসরিক উৎসবে মেতে উঠবে শহর কলকাতা।

সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, নদীর কুলকুল ধ্বনি, মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্রই বিদ্যমান । গ্রামের পথশিল্পীদের ভোরবেলা ভক্তিমূলক গান, বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের বাজনা যাদের অন্যতম প্রধান মঞ্চ হিসেবে পথকেই বিবেচনা করা যেতে পারে।

শহরের শিল্পীদের মধ্যে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীদের কন্ঠে আগমনী গান, চন্দ্রিমা ভট্টাচার্যের কন্ঠে পুজোর গান, তরুণ স্ট্রিট মিউজিশিয়ানদের পারফর্ম্যান্সে পুজোর গন্ধ বাতাসে ভেসে পুজোর প্রিলিউড তৈরি করবে।

পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রানের বাঁশিতে বেজে উঠবে পুজো মন্ডপে বেজে ওঠা ফেলে আসা দিনের গান। তরুণ গোস্বামীর শিস্ ধ্বনিতে স্বর্ণযুগের পুজোয় প্রকাশিত গানের সুর।

এই অনুষ্ঠানের মূল আয়োজক দ্য ড্রিমার্স এর সুদীপ্ত চন্দ জানালেন, “এটি সেইসব সঙ্গীতশিল্পীেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব, বরং এটিকে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে।এবছর দুর্গা পুজোর আগমনীর সুর বেঁধে দেবে এই পথ সঙ্গীতের উৎসব।”

 

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.