নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ ফেব্রুয়ারি, ২০২৩।একবার নয়, পরপর দু’বার মাটির উল্টো টবে লাঠির বাড়ি মেরে মহিলাদের হাঁড়িভাঙা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নিলেন নাসরিন পারভিন। আবার ক্লাশ থ্রিয়ের ছোট্ট ক্রীড়ানুরাগী সদিচ্ছা আচার্য ছোটদের দুটি প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিলেন।
আসলে গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার ছিল কলকাতা প্রেস ক্লাবের বার্ষিক পারিবারিক স্পোর্টস। সেখানে একটি নামী দৈনিকের সাংবাদিক মেহবুব কাদের চৌধুরীর স্ত্রী নাসরিন, সাংবাদিক পিয়ালির কন্যা সদিচ্ছা, রত্নেশ তিওয়ারির পুত্র অভিজ্ঞানের মত অনেকে তাদের নৈপুন্য দেখানোর সুযোগ পেল। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, ক্লাবের প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।
ময়দানের কাবাডি ক্লাবের তাঁবুর মাঠে বসেছিল আসর। ছিল ছোটদের দৌড়, মহিলাদের চেয়ারে বসো, পঞ্চাশোর্ধ, ষাটোর্দ্ধ ও সত্তোরোর্দ্ধদের দ্রুত হাঁটা, সকলের জন্য হিটিং দি উইকেট (এক টিপে উইকেটে মারা) প্রভৃতি ১২ রকমের প্রতিযোগিতা। অংশ নেন প্রায় ১০০ জন। কঠোর বিধি রূপায়ণের জন্য ছিলেন লাইসেন্সপ্রাপ্ত রেফারিরা। তাঁদের সক্রিয় সহযোগিতায় ছিলেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক, সহ সম্পাদক নিতাই মালাকার, কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত প্রমুখ।
শহীদ মিনার ও মাতঙ্গিনী হাজরার মূর্তির মাঝে এই মাঠে খেলা চলার সঙ্গে সঙ্গে ছিল চা ও প্রাতরাশের অঢেল আয়োজন, চন্দননগরের নীলাঞ্জন দাসের একের পর এক অনুপম সোনালি দিনের গান পরিবেশন। নীলাঞ্জনের সঙ্গে সিন্থেসাইজার, গিটার আর প্যাডে ছিলেন যথাক্রমে বাপি, অভিজ্ঞান এবং অমিত। বেলা একটায় ‘কভি আলবিদা না কেহেনা’-র মধ্যে দিয়ে শেষ হল ক্রীড়ানুষ্ঠান।
মধাহ্ণভোজনের পর প্রেস ক্লাবের উদ্যানে পুরস্কৃত করা হয় সফলদের। ছিলেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক-সহ প্রবীন কিছু ক্লাব সদস্য। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল তারকা গৌতম সরকার।
Be First to Comment