গোপাল দেবনাথ : কলকাতা, ১২ অক্টোবর ২০২১। এই দুর্গাপুজো কে কেন্দ্র করে বহু ছোট বড় সংস্থা এবং সরকারি স্তরেও ইতিমধ্যে শারদ সম্মানে বিজয়ী সংস্থা বা সংগঠনের নাম ঘোষণা করে দিয়েছেন। এখানে এমন এক সংস্থার কথা জানাচ্ছি যারা একটু অন্যভাবে সন্মান জানাতে চায় সেই সংস্থা গতকাল ষষ্ঠী র শুভদিনে ২০তম শারদ শিরোমনি সম্মান ২০২১ প্রদান করলো ‘করোনা যোদ্ধা’ নাম দিয়ে। রিপোর্টার্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে এই সন্মান প্রদান করা হয়। সংস্থার সম্পাদক অনুপ বর্ধন বলেন, এবারের বৈশিষ্ট হলো কোন পূজা মন্ডপকে বা প্রতিমার জন্য কোন পুরস্কার দেওয়া হবে না।
সে সব ক্লাবগুলি সারা বছর ধরে সমাজসেবা মূলক কাজ এবং বিশেষ ভাবে করোনা অতিমারীর সময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন তাদের মধ্যে সেরার সেরা ১০টি ক্লাবকে এই সন্মান তুলে দেওয়া হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বপন সমাদ্দার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সঞ্জয় টাওয়ার, সুশান্ত রায়, অপর্ণা দে (মঞ্চ ও দূরদর্শন খ্যাত) এবারের ক্লাব গুলি হল- ২২৩ পল্লী সার্বজনীন দূর্গোৎসব কমিটি, ট্যাংরা পঞ্চাননতলা অধিবাসীবৃন্দ,
সন্ধানী ক্লাব, বেলেঘাটা ৩৩এর পল্লী, রাসমণি বাগান কিশোর সংঘ, মিত্র সংঘ, স্টার বয়েজ ক্লাব, দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি, হাটগাছিয়া পল্লী উন্নয়ন সমিতি, কাঁচারি পাড়া দূর্গোৎসব কমিটি। এই অভিনব ভাবনার জন্য উদ্যোক্তারা সাধুবাদ পাবেন বলেই আমার বিশ্বাস।
Be First to Comment