কবিতা আজ রাগ করেছে
—————————————-
অশোক ব্যানার্জী :–
কবিতা আজ রাগ করেছে আমার ওপর
এতো শুধু অভিমান নয়
বেশ রাগ হয়েছে তার, গনগনে রাগ,
বুঝি না হঠাৎ কেন যে ওর রাগ হয় !
এই তো ছিল ফুরফুরে মেজাজে
কত হাসাহাসি,কত খুনসুটি
হঠাৎ জানিনা কেন মেজাজটা গেল বিগড়ে !
আমি তো একটু ভয় পেয়ে গুটি গুটি
পাশের ঘরে গিয়ে বসলাম
একটা সিগারেট ধরালাম।
ভাবলাম রাগের মাথায়
ও যদি আমাকে ছেড়ে যায়,
তবে তো নিঃস্ব হয়ে যাবো আমি !
কবিতাকে ছাড়া থাকবো কি করে ?
কি ভাবে কোন কৌশলে,কোন অজুহাতে
কবিতাকে রাখবো আমি ধরে ?
আমি পাশের ঘরে বসে ঘনঘন
সিগারেটে দিচ্ছি টান
কবিতার ভ্রূক্ষেপ নেই তাতে
রাগ কমেনি তার একটুকুও
সে নির্বিকার, অম্লান ।
আমার ভয়, আবার একা হয়ে যাবো ?
অস্তিত্ব হারিয়ে যাবে আমার ?
আবার আমি পরিচয়হীন
এক নিঃস্ব চালচুলোহীন বেকার !
ভয়টা একটু একটু করে
পাকিয়ে উঠছে আমার মনে,
কবিতা চলে যাবে, হয়তো যাবেই
আমি আবার হারিয়ে যাবো অরণ্যে !
Be First to Comment