নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ এপ্রিল ২০২২। গত ১৮ এপ্রিল সোমবার ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করলো কলকাতার বাগবাজারে অবস্থিত বিশ্বের প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। প্রতি বছরের মতো এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালনে উদ্যোগী হয়েছিল। সোমবার মিউজিয়াম সাপ্তাহিক বন্ধ থাকার জন্য আজ মঙ্গলবার থেকে এক সপ্তাহব্যাপী দর্শকদের জন্য স্পেশাল গাইডিংয়ের ব্যবস্থা থাকবে।
অ্যাসিস্ট্যান্ট কিউরেটর শ্রী প্রীতম বাগচী ও গাইড মুরারি কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সৌরভ প্রামাণিকের যৌথ পরিচালনায় দর্শকদের বিশেষভাবে মহাপ্রভুর জীবন ও অবদান সম্পর্কে দর্শকদের সম্যকভাবে পরিচিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গৌড়ীয় মিশনের উদ্যোগে গত ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ভক্তদের জন্য গৌড়মণ্ডল পরিক্রমার আয়োজন করা হয়েছে। অতি শীঘ্রই ঠিক একইভাবে উড়িষ্যা পরিক্রমার আয়োজন করা হবে।
Be First to Comment