বালিয়ারা, মৌসুনী দ্বীপ – এ “ত্রাণ”
________________________________
মোল্লা জসিমউদ্দিন : মৌসুনী দ্বীপ : ৬, জুন ২০২১। “যশ” ঘূর্ণিঝড় – এর প্রভাবে বিধস্ত রাজ্য, বহু মানুষ হয়েছে অসহায় । এই সময় অসহায় দের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা ও বহু মানুষ । রাজ্যের বিভিন্ন জায়গার মতো বালিয়ারা, মৌসুনী দ্বীপ থেকেও উঠে এসেছে এমন মর্মান্তিক চিত্র ।
দুই পাশে নদী সামনে সাগর । “যশ” – এর প্রভাবে, দুদিকের নদীর উত্তাল জল ভেঙে তছনছ করে দিয়েছে ঘর বাড়ি । ঘরের সমস্ত আসবাবপত্র গেছে ভেসে । অসহায় মানুষের বেঁচে থাকার জন্য, দুমুঠো খাওয়া ও থাকার জায়গা হয়ে ওঠে স্কুল বা ক্লাব ঘর গুলি ।
এই মানুষ গুলোর সহায়তা করার জন্য, তাদের হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো যেমন – চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সয়াবিন, বিস্কুট, দুধ, চিঁড়ে এ ছাড়াও কিছু শাড়ি, টি – শার্ট এবং সাবান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওয়েষ্ট বেঙ্গল বার ও রেস্টুরেন্ট ব্যান্ড লিডার এ্যাসোসিয়েশন এবং রাজীব প্রোডাকশন ।
Be First to Comment