Press "Enter" to skip to content

এলগিন রোডে (CADD Centre) ক্যাড সেন্টার- এর নতুন শাখা উদ্বোধন হল…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ জানুয়ারি ২০২৫: এশিয়ার সবচেয়ে বড় স্কিল ট্রেনিং ইন্সটিটিউটের নেটওয়ার্ক ক্যাড সেন্টার তাদের নতুন শাখা উদ্বোধন করলো কলকাতার এলগিন রোডে। এই অনুষ্ঠানে এক বিশিষ্ট ব্যক্তিত্বের প্যানেল এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন, যা ক্যাড সেন্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হল। এটি ক্যাড সেন্টারের অঙ্গীকারের প্রতীক, যেটা শিক্ষার্থীদের এবং পেশাদারদের প্রকৌশল ডিজাইন, তথ্যপ্রযুক্তি এবং প্রকল্প ব্যবস্থাপনা ক্ষেত্রে বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানে উল্লেখযোগ্য পদক্ষেপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সংসদ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মিঃ সুব্রত বক্সী। মিঃ সুব্রত বক্সী একাডেমিক শিক্ষা এবং শিল্পের প্রয়োজনীয়তার মধ্যে ব্যবধান দূর করতে ক্যাড সেন্টার এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের ব্যবহারিক এবং প্রযুক্তিগত দক্ষতায় সজ্জিত করার জন্য ক্যাড সেন্টার উৎসর্গ পশ্চিমবঙ্গের যুবকদের জন্য রূপান্তরকারী। কেন্দ্রটি শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য ব্যতিক্রমী সুযোগ তৈরি করতে প্রস্তুত।”

ইভেন্ট এর মর্যাদা বৃদ্ধি করতে, একটি সম্মানিত অতিথি প্যানেল উপস্থিত ছিলেন, যার মধ্যে বিদ্যসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর রঞ্জন চক্রবর্তী, বাবা সাহেব আম্বেডকর শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর মিতা ব্যানার্জী; মাকাউটের প্রাক্তন উপাচার্য প্রফেসর সুব্রত দে; পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ইনস্ট্রাকশন ডিরেক্টর প্রফেসর নিমাই সাহা; বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর স্বপন দত্ত; কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর আশুতোষ ঘোষ; ডব্লিউবিএইচইসির যুগ্ম সম্পাদক প্রফেসর মৌমিতা চক্রবর্তী, ; যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস; ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ প্রফেসর শুভ্রনীল সোম; কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মলয়েন্দু সাহা; বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক সারশী দান; কলকাতা বিশ্ববিদ্যালয়ের একেসিএসআইটির পরিচালক অধ্যাপক অম্লান চক্রবর্তী; এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নির্মলা চক্রবর্তী।
ক্যাড সেন্টার এর সিইও মিঃ এন. সুব্রামানিয়ান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা উদীয়মান প্রযুক্তি সম্পর্কিত প্রোগ্রামগুলি প্রবর্তন করে প্রযুক্তিগত উৎকর্ষতার প্রচার করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের সফল হতে প্রয়োজনীয় উপকরণ দিয়ে তাদের সজ্জিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সেন্টারের প্রধান, মিঃ সায়ন্তন সিনহা বিশ্বাস, কলকাতার শিক্ষাগত এবং পেশাদার পরিসরে অবদান রাখার বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা প্রোডাক্ট ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, বিআইএম এবং অন্যান্য ক্ষেত্রে কাটিং-এজ প্রশিক্ষণ কলকাতার প্রতিভাবান ব্যক্তিদের জন্য নিয়ে আসতে পারছি।”

এলগিন রোডের নতুন এই কেন্দ্রটি প্রকৌশল ডিজাইন, প্রকল্প ব্যবস্থাপনা, আইটি প্রশিক্ষণ এবং আরও অনেক বিষয়ে বিস্তৃত প্রোগ্রাম অফার করার লক্ষ্য নিয়ে কাজ করবে, যা শিক্ষার্থীদের, প্রকৌশলীদের এবং বিভিন্ন শিল্পের পেশাদারদের উপকারে আসবে। উদ্বোধনী অনুষ্ঠান ক্যাড সেন্টারের দক্ষতা উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবং একাডেমিয়া, শিল্প এবং সরকারের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যাতে প্রযুক্তিগত শিক্ষা উন্নত করা যায়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.