নিউজ স্টারডম : কলকাতা, মার্চ ২৪, ২০২০: এটিনার ভিহেল্থ (www.vHealth.io) তাঁদের ভার্চুয়াল চিকিৎসক পরামর্শ পরিষেবা ১৫ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে দেওয়ার কখা ঘোষণা করেছে। কোভিড-১৯ সংক্রমণের ফলে ঘরবন্দি মানুষ যাতে প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও পরিষেবা পেতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। ভিহেল্থ টেলিফোনে বা ভিডিওর মাধ্যমে দেশজুড়ে পেশাদার ও সম্পূর্ণ গোপনীয় চিকিৎসা পরামর্শ পরিষেবা দেয়। বিশ্বের সব দেশে সরকার ও স্বাস্থ্যপরিষেবা প্রদানকারী সংস্থাগুলি জীবাণু সংক্রমণ রুখতে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছে। সেই পরিপ্রেক্ষিতেই ভিহেল্থ এই ঘোষণা করল। ফলে এমন পরিস্থিতিতে হাসপাতাল বা ক্লিনিকে না গিয়েও মানুষ তাঁদের দীর্ঘদিনের রোগ বা ছোটোখাটো অসুস্থতা নিয়ে ফোনেই চিকিৎসকদের সাহায্য নিতে পারবেন। পাবেন বিকল্প চিকিৎসার পরামর্শ, জানতে পারবেন বিভিন্ন পরীক্ষার রিপোর্টের ব্যাখ্যা ও জানবেন সুস্থ থাকার উপায়। এই পরিষেবা যাঁরা এখনই হাসপাতালে বা ক্লিনিকে যাওয়ার কথা ভাবছিলেন শুধুমাত্র তাঁদেরই সাহায্য করবে না, এর মাধ্যমে রোগী ও প্রবীণ ব্যক্তি যাঁরা অসুস্থতায় ভুগছেন, তাঁরাও সুস্থ থাকার হদিস ঘরে বসেই পাবেন। যাঁরা স্বেচ্ছায় এই ভার্চুয়াল বা পরোক্ষ চিকিৎসক পরামর্শ পেতে চান তাঁরা ভিহেল্থ বিশেষজ্ঞের সঙ্গে ১৮০০ ১০৩ ৭০৯৩ (টোল ফ্রি) নম্বরে ফোন করে কথা বলতে পারেন বা ৯০২৯০ ৯৬১৮৬ নম্বরে মিসড কল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করাতে পারেন।
এটিনা সংস্থার ভিহেল্থ বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের কথা মাথায় রেখে ভারতের সাধারণ মানুষের জন্য ৩০ দিন ব্যাপী বিনামূল্যে পরোক্ষ উপায়ে বা ভার্চুয়াল পদ্ধতিতে চিকিৎকের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছে….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment