গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫। একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব উদ্যানে এই মেলা আয়োজিত হবে। ৫ দিন ব্যাপী এই মেলার আয়োজক গৌড়ীয় মিশন, বাগবাজার। সহযোগিতায় মহানাম সেবক সঙ্ঘ এবং অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়। প্রতিদিন শনিবার অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টোর সময় চলবে রাত্রি ৮ টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪:৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধনের দিনে আবৃত্তি প্রতিযোগিতা হবে সেইসাথে জয়বন্দনা ও হরিনাম সংকীর্তন। সাংবাদিকদের এ কথা জানালেন সংস্থার সম্পাদক। দ্বিতীয় দিন সকালে আয়োজিত হবে নগর সংকীর্তন ও শোভাযাত্রা। প্রতিদিনই থাকবে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।
একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment