সায়ন দেবনাথ : কলকাতা, ১ অক্টোবর ২০২২। রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট দের আয়োজনে এবারের শারদ সম্মান প্রাপকেরা যে সব ক্লাবগুলো বিজয়ী হলেন তাদের নাম এখানে পাঠকদের বিশেষভাবে দর্শনের জন্য উল্লেখযোগ্য নামগুলো এখানে দেওয়া হলো – রাসমনি বাগান কিশোর সংঘ , বেলেঘাটা ৩৩ ণং পল্লী বাসি বৃন্দ,
বেলেঘাটা সন্ধানি, কামারডাঙা দূর্গোৎসব কমিটি, শীললেন মহিলা দূর্গোৎসব কমিটি, শীললেন অটলসুর রোড দূর্গোৎসব সমিতি,
ধাপা হাটগাছিয়া পল্লী উন্নয়ন সমিতি, এন্টালি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা, তালতলা সার্বজনীন দূর্গোৎসব কমিটি, তিলজলা তরুণ সঙ্ঘ (মহিলাবৃন্দ)।
সংস্থার পক্ষে অনুপ কুমার বর্ধন জানালেন এইসব মণ্ডপ ও প্রতিমা আমাদের বিচারকদের নজর কেড়েছে।
Be First to Comment