নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ অক্টোবর ২০২১। গত ২৯ শে অক্টোবর ২০২১ সন্ধ্যা সাড়ে ছয়টায় উল্টোডাঙ্গা তেলেঙ্গাবাগান সংলগ্ন আয়কর আবাসন ‘আয়কর নিবাসে’ উদ্বোধন হলো ইকো এডভেঞ্চার পার্ক এর। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ ও সিকিম এর ভারপ্রাপ্ত ইনকাম ট্যাক্স এর প্রিন্সিপাল চীফ কমিশনার মাননীয় শ্যাম কুমার।
উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্স কমিশনার পঙ্কজ কুমার, এডিশনাল কমিশনার দেবাশিস মজুমদার ও অসংখ্য ইনকাম ট্যাক্স দপ্তরের অফিসার ও কর্মী বৃন্দ। এছাড়াও উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট পর্বতারোহীরা ও অসংখ্য অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষজন।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ও আবাসিকদের সহায়তায় আয়কর নিবাসের পাঁচটি পার্কে গড়ে তোলা হয়েছে অ্যাডভেঞ্চার সংক্রান্ত বিভিন্ন রকম খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা।
এই ঝা চকচকে পার্ক তৈরীর মূল কৃতিত্ব আবাসনের সম্পাদক শ্রী কৃষ্ণেন্দু বিকাশ পারিয়ালের। উদ্বোধনী ভাষণে মাননীয় শ্যাম কুমার মহাশয় এই ধরনের উদ্যোগ কে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।
বলেছেন বর্তমানে অতিমারী পরিস্থিতিতে গৃহবন্দী বাচ্চা, কিশোর কিশোরী, যুবক যুবতীরা, এমনকি বয়স্কদের ও মানসিক ও শারীরিক বিকাশের জন্য এই ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন এর পূর্বাঞ্চলের চেয়ারম্যান দেবরাজ দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর মাউন্টেনিয়ারিং এন্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের এডভাইজার দেবদাস নন্দী।
এই অনুষ্ঠানেই সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট পর্বতারোহী পিয়ালী বসাক কে যে মাত্র কদিন আগে পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধওলাগিরি আরোহন করেছেন।
সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট পর্বতারোহী তেনজিং নরগে পুরস্কার বিজয়ী দেবাশিস বিশ্বাস, পর্বতারোহী রাজ শেখর ঘোষ ও মলয় মুখার্জিকে। উপস্থিত মানুষের উৎসাহ ছিল নজরকাড়া।
Be First to Comment