নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর, ৫ ডিসেম্বর, ২০২৫। উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য জেলার পিছিয়ে পড়া খেলাগুলোকে সামনে আনার জন্য বিশেষ পরিকল্পনা নেন। ইতিমধ্যেই ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটা সময় এই জেলা থেকে ফুটবলারদের পাশাপাশি প্রচুর কবাডি খেলোয়াড় বাংলা হয়ে খেলেছেন। বর্তমানে সেইভাবে কবাডি খেলোয়াড় উঠে আসছেন না।
তাই জেলার স্তরে কবাডি লিগ শুরু করার প্রয়াস নেওয়া হয়েছে। এতে ছেলে ও মেয়েরা অংশ নেবেন। আগামী ১৪ ডিসেম্বর থেকে শ্যামনগর সবুজ সংঘের মাঠে জেলার মেয়েদের ট্রায়াল নেওয়া হবে।
সচিব নবাব ভট্টাচার্য জানিয়েছেন, জেলার কবাডি লিগে যাঁরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে তাঁদের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ স্থানে যারা পাবে
তাদেরও আর্থিক পুরস্কার দেওয়া হবে। ব্যক্তিগত পুরস্কারও থাকবে।
চকবলে বাংলা সেরা
কটকে অনুষ্ঠিত দ্বিতীয় পূর্বাঞ্চলীয় চকবল প্রতিযোগিতায় বাংলার ছেলে ও মেয়েরা দারুণ সাফল্য পেলেন। প্রতিযোগিতার শুরু থেকে বাংলার ছেলেমেয়েরা নজর কাড়েন। ফাইনালে বাংলার ছেলেরা ৩১-১৩ পয়েন্টে ওড়িশাকে আর মেয়েরা ৩৭-১৩ পয়েন্টে বিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ব্রিজ প্রতিযোগিতা :- ঊষা কাবরা ও গোপীনাথ মান্না জুটি মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হলেন অশোক রুইয়া স্মৃতি জাতীয় ব্রিজ প্রতিযোগিতায়। রানার্স আপ হয়েছেন দীপা জ্যাকব ও প্রসেজিৎ মান্না জুটি। তৃতীয় স্থানে আসেন অদিতি জাভেরি ও বিশ্বজীৎ জেনিথ শা জুটি।












Be First to Comment