বাবলু ভট্টাচার্য : কুরোসাওয়া, চ্যাপলিন, বার্গম্যান ও সত্যজিৎ রায়ের প্রধান সংরক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ক্রাইটেরিয়ান কালেকশন এশিয়া থেকে একজন মাত্র চলচ্চিত্র আলোচককে আমন্ত্রণ করেছেন তাঁদের ব্লু রে ডিস্ক-এ সাক্ষাৎকারে জন্য। তিনি হলেন উজ্জ্বল চক্রবর্তী।
উজ্জ্বল চক্রবর্তী জাতীয় পুরস্কার জয় করেছেন ইংরেজি বই ‘দ্য ডিরেক্টরস মাইন্ড’- এর জন্যে ২০১০ সালে।
সৃষ্টি জীবন শুরু ১৯৬৯ সালে ‘সন্দেশ’ পত্রিকায় ছবি এঁকে। নিজের ছবিকে পরিণত করেছেন সরাসরি সত্যজিৎ রায়ের নির্দেশে। ‘সন্দেশ’-এ এঁকেছেন ১৯৯১ সাল পর্যন্ত।
চলচ্চিত্র নির্মাণের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবির শ্যুটিং -এ। তারপর আরও, বহুবার, বহুদিন সত্যজিৎ রায়ের শ্যুটিং পর্যবেক্ষণ করেছেন সেটে থেকেই। সেই থেকেই সিনেমা তৈরির সঙ্গে নিবিড় সম্পর্ক। এই পরিচয় নিবিড়তর হয়েছে এক একটি ছবি সিনেমা হলে বহুবার করে দেখে।
সিনেমা ও শিল্পের বিভিন্ন ধারা নিয়ে নিয়ে লিখছেন ১৯৭৯ সাল থেকে। একই সঙ্গে লিখেছেন ও পরিচালনা করেছেন স্বল্পদৈর্ঘ্যের আটটি ছবি।
আবহাওয়া সংগীত রচনা করেছেন টেলিভিশন অনুষ্ঠান ও বেশ কটি ছোট ছবির জন্যে।
উজ্জ্বল চক্রবর্তী ১৯৫৬ সালের (২ আগস্ট) কলকাতায় জন্মগ্রহণ করেন।
Be First to Comment