সমীর দাস : কলকাতা, ৩১ ডিসেম্বর , ২০২৫। গঙ্গাসাগর মেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কুম্ভমেলা না থাকায় রেকর্ড ভক্তভিড়ের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন সজাগ। বিশৃঙ্খলা এড়াতে দফায় দফায় বৈঠক চলছে। বুধবার ডিএম অরবিন্দ মিনা সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি ও সুন্দরবন পুলিশ এসপি কোটেশ্বর রাও।রাজ্য সরকার পরিবহন-নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছে। বাবুঘাট থেকে ২৫০০ বাস, ২১ জেটি-ঘাট, ৪৫ ভেসেল (২৫০০ যাত্রী বহনক্ষমতা)। ড্রপগেটে ট্রাফিক লাইট লাগানো হচ্ছে মহাকুম্ভ-দুর্ঘটনা এড়াতে। নিরাপত্তায় ১৫,০০০ পুলিশ, স্নিফার ডগ, ১২০০ সিসিটিভি, ২০টি ড্রোন, ৫৪ কিমি ব্যারিকেড, ১৬ বাফার জোন, ৭ স্যাটেলাইট নেটওয়ার্ক, মেগা কন্ট্রোল রুম। ২৫০০ সিভিল ডিফেন্স, ১৮ ফায়ার টেন্ডার, ফগ লাইট ও ভক্তদের জন্য ৫ লক্ষ টাকা ইন্স্যুরেন্স বরাদ্দ।মেলা শুরু ৯ জানুয়ারি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ১০,০০০ ভলান্টিয়ার, ১৫০ এনজিও, ৭ সলিড ওয়েস্ট ইউনিট, ১৮০০ ওয়াটার ট্যাঙ্ক, ১ কোটি জলের পাউচ, ১০০টি স্ট্রিট লাইট এবং ৫টি হাসপাতাল মজুত থাকবে।
এআই দ্বারা ভিড় বিশ্লেষণ, ৫০০ বায়োমেট্রিক গেট, ৩০টি মোবাইল হেলথ কিওস্ক, ২০০ সৌর চার্জিং স্টেশন। প্লাস্টিকমুক্ত জোন ঘোষণা।ডিএম অরবিন্দ মিনা বললেন, “ড্রোন ও সিসিটিভি দিয়ে ২৪ঘণ্টা নজরদারি, কোনো বিশৃঙ্খলা হবে না।” এসপি কোটেশ্বর রাও উপস্থিত সাংবাদিকদের বলেন, “১৫,০০০ ফোর্স ও স্নিফার ডগ দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভক্তরা নির্ভয়ে গঙ্গাসাগর মেলায় আসুন।”
















Be First to Comment