নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩ মে, ২০২৫। কলকাতার হৃদয়স্থলে, ৩ গভর্নমেন্ট প্লেস (পশ্চিম)-এ অবস্থিত ঐতিহাসিক আয়কর ভবন এক মহিমান্বিত আলোকসজ্জার মাধ্যমে ইতিহাস ও সৌন্দর্যের অপূর্ব মেল বন্ধনে সেজে উঠল। আলোকমালায় সজ্জিত এই ঐতিহাসিক ভবনেই উদ্বোধন হল। যা শুধুমাত্র একটি ভবনের আলোকায়ন নয়, বরং ভারতের অন্যতম প্রাচীন প্রশাসনিক সৌধের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্যিক মহিমাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অমর প্রয়াস।
১৮৯০-৯১ সালে ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট হিসেবে নির্মিত এই ভবন বহুকাল ধরে কলকাতার সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের এক অমোঘ প্রতীক হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছে। চৌরঙ্গীর আয়কর ভবন প্রতিষ্ঠার পূর্বে এই সৌধই ছিল পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের প্রাণকেন্দ্র, যেখানে কমিশনার অফ ইনকাম ট্যাক্স, বেঙ্গল-সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের দায়িত্ব পালন করেছেন। এই ভবনের প্রতিটি ইঁট-পাথর ইতিহাসের নীরব সাক্ষী, যা সময়ের স্রোতে অটল থেকে ঔপনিবেশিক স্থাপত্যের গৌরব বহন করে চলেছে।
নবপ্রবর্তিত আলোকসজ্জা এই ভবনের ঔপনিবেশিক সৌন্দর্যকে এক নতুন রূপে উদ্ভাসিত করেছে, যা দর্শকের মনে এক অপরূপ চিত্রকল্প সৃষ্টি করে। ভবনের মূল গঠন অক্ষুণ্ণ রেখে এই আলোকায়ন শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক সুমধুর সেতুবন্ধন রচনা করেছে। এই উদ্যোগ আয়কর বিভাগের ইতিহাস সংরক্ষণের অঙ্গীকার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
এই ঐতিহ্য রক্ষার প্রয়াসের অংশ হিসেবে, গত ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের (CBDT) সম্মাননীয় চেয়ারম্যান ভবনের ছাদে একটি হেরিটেজ আর্কাইভের শুভ উদ্বোধন করেন। এই আর্কাইভ ভবনের ঐতিহাসিক গুরুত্ব ও আয়কর বিভাগের গৌরবময় অতীতকে সংরক্ষণের এক অনন্য পদক্ষেপ।
গত ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোঝলমল এই ভবনের উদ্বোধন করে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত, নীরজ কুমার বলেন, এই আলোকসজ্জা ও হেরিটেজ আর্কাইভ আমাদের গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুক্ত করবে। এটি কেবল একটি ভবনের সৌন্দর্যায়ন নয়, বরং আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ। তিনি আরও আশা ব্যক্ত করেন যে, এই উদ্যোগ বিভাগের সকল সদস্য ও নাগরিকদের মধ্যে গর্ব, আত্মপরিচয় এবং জাতীয় দায়িত্ববোধকে আরও গভীর করবে।
যখন এই ঐতিহাসিক ভবন কলকাতার বুকে আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠেছে, তখন তা শুধু একটি স্থাপত্য নয়, বরং আয়কর বিভাগের অটুট চেতনা, অগ্রগতি ও দেশের প্রতি অবিচল অবদানের এক উজ্জ্বল প্রতীক রূপে প্রতিভাত হচ্ছে। এই আলোকোজ্জ্বল সৌধ কলকাতার আকাশে এক নতুন ইতিহাস রচনা করছে, যা ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মিলন।
আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।

More from CultureMore posts in Culture »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
More from FinanceMore posts in Finance »
- ICSI organizes Indian Technical and Economic Cooperation (ITEC) Programme under the aegis of the Ministry of External Affairs….
- Power Finance Corporation Limited to tap Capital Market to raise up to Rs. 5,000 crore via public issue of Secured NCDs….
- Airtel Payments Bank Deploys 24×7 Banking Kiosk at Gangasagar Mela 2026 to Support Pilgrims’ On-Ground Banking Needs….
- অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।
- ICSI commemorates 25 years of ICSI National Awards for Excellence in Corporate Governance….
- HDFC Bank Conducted Over 4000 Cyber Fraud Awareness Workshops in the Country….
More from InternationalMore posts in International »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।















Be First to Comment