অশোক দে : কলকাতা, ২১ মার্চ ২০২৩। রবিবার ১৯ মার্চ সন্ধ্যায় নিউটাউনের আ্যস্ট্রা টাওয়ার-এ ‘কলকাতা গট্ ড্যান্সার’- এর প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হল। এখানে শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় দু ধরনের নৃত্যের উপস্থাপনাই ছিল ।
এই প্রতিযোগিতা ১৮ ও ১৯ মার্চ দু ‘দিন ধরে হয়েছে । প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আগামী মাসের ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ওয়ার্কশপে ৫০% শতাংশ ছাড় পাচ্ছেন। আর বিজয়ীরা মুক্তমনে শর্তহীন ভাবে ওয়ার্কশপে যোগদান করতে পারবেন।
এদিনের অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন মল্লিকা সরকার, অনুপূর্বা দত্ত, তনিমা বর্ধন, সৌমেন কুন্ডু ও সৌভিক রায়।
‘আর্ট অ্যাটেলিয়ার’-এর উদ্যোগে ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ‘পরম্পরা’ নামের এক অনুষ্ঠান। যার মূল দায়িত্বে আছেন ‘আর্ট অ্যাটেলিয়ার-এর ডিরেক্টর সন্দীপ সরকার ও মল্লিকা সরকার। অনুষ্ঠানটির মুখ্য চরিত্রে থাকবেন বিখ্যাত নৃত্যশিল্পী দেভেশ মীরচন্দানী।
এই হয়ে যাওয়া ক্ল্যাসিকাল, সেমি ক্ল্যাসিকাল ড্যান্স প্রতিযোগিতায় ৪৩ জন শিল্পী অংশ নিয়েছিলেন। এখান থেকে সেমিফাইনালে ১২ জন উঠেছিলেন। শেষে উর্ত্তীর্ণ হয়েছেন তিন জন। প্রথম অনামিকা গুহ রায়, দ্বিতীয় অনিশা সরকার, তৃতীয় শ্রেয়া চ্যাটার্জি।
Be First to Comment