মৌবনি সরকার : বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
আমি যদি এরম না হতাম,
কেমন হতাম জানি না,
নিজেকে নিজের থেকে লুকিয়ে রেখে,
মুখের ওপর নানা রঙ মেখে,
সেজে উঠতে পারতাম না,
যদি মিথ্যে বলতাম,
যদি তেলা মাথায়ে তেল দিতাম,
তাহলে যে আমিটা সবাই ভাবে দারুন হতো,
সে আমিও কিন্ত আমার ওপর ভিত্তি করেই যত সত,
হাবি জাবি….,
জানি না তাতে,
কোন সুখের খোঁজে বা অনন্দে,
আমি পাল্টে গেলে,
সব কিছু ভুলিয়ে দিলে,
তুই নতুন কি পাবি,
অনেক ‘ভালো’ কিছু করে,
দীর্ঘ বার নিজের ভিতরে মরে,
হয়তো আমারই আরো একটা আলাদা আমি,
প্রথমা তাহলে কি কেউ কখনো খুঁজে পাবি?
(এক হঠাৎ করে আত্মমর্যাদা বোধ জেগে ওঠা খ্যাপা মানুষের পাগলামির বহি:প্রকাশ ।)
Be First to Comment