নিজস্ব প্রতিনিধি : দক্ষিনেশ্বর, ১ জুলাই ২০২৩। মানব জীবনে স্বাস্থ্যই সম্পদ এই বিশ্বাসে আমরা সকলেই বিশ্বাসী। ‘আজ প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের ১৪১ তম শুভ জন্ম এবং প্রয়াণ দিবস উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ডিসপেন্সারের উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতার শিবিরের অনুষ্ঠান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো আদ্যাপীঠ নাট মন্দিরে ৷
এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রহ্মচারী মুরাল ভাই৷ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ব্রহ্মচারী বিবেক ভাই৷ এই শিবিরে চক্ষু বিভাগ, দন্ত বিভাগ সহ সাধারণ চিকিৎসা ও অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এই শিবিরে আদ্যাপীঠের আবাসিক ছাত্রছাত্রীরা ও বাইরের বহু মানুষ এই পরিষেবা পেয়েছেন ৷
ব্রহ্মচারী বিবেক ভাই জানান এই ধরনের কর্মশিবির আগামী দিনে আরও হবে৷
তথ্য সহায়তা ও ছবি সুবল সাহা।
Be First to Comment