নিজস্ব প্রতিনিধি : কলকাতা ৭ সেপ্টেম্বর ২০২৩।পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে কর্তব্যরত সাংবাদিক দেবমাল্য বাগচির গ্রেপ্তারের বিষয় প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিস ও প্রশাসনের ইতিবাচক হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রীর কক্ষে কর্তব্যরত বহু সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এবিষেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঐ সাংবাদিকের মুক্তি দাবি করেন।
ঐ সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের কাছে স্থানীয় জনজাতির পক্ষ থেকে করা হয়েছে তা আদালতের বিচারাধীন। পাশাপাশি এও দেখতে হবে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার যেন সুরক্ষিত থাকে।
মুখ্যমন্ত্রী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে তৎক্ষণাৎ কথা বলেন, প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন বিষয়টি সংবেদনশীল দৃষ্টিভঙ্গী নিয়ে দেখবে।
Be First to Comment