মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, নারদা মামলায় একদা ধৃত তৃণমূলের নেতা মন্ত্রী গ্রেপ্তার পরবর্তী হাইকোর্টের বিভিন্ন নির্দেশিকা ঘিরে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান বিভিন্ন ভাবে প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন। এমনকি তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে চিঠি লিখে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডালের অপসারণ দাবি তুলেছিলেন। হ্যাঁ, এবার সেই বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব কে নিয়ে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।
গত বুধবার আইনজীবী শঙ্কশুভ্র মুখোপাধ্যায় এই মামলাটি দাখিল করেছেন। যা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে।সম্ভবত আজ অর্থাৎ শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে হতে পারে এই মামলার শুনানি। মামলাকারী আইনজীবী তাঁর দাখিল পিটিশনে উল্লেখ করেছেন যে, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব একাধারে বিধায়ক রয়েছেন। আবার অফিস অফ প্রভিট (.লাভজনক পদে) বার কাউন্সিল এর রাজ্য চেয়ারম্যান পদে আসীন। সংবিধানের ১০২ (১), ১৯১(১) ধারায় তিনি গত বিধানসভা ভোটে তথ্য গোপন রেখেছেন। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান পদে অর্থাৎ লাভজনক পদে থেকেও ইস্তফা দেননি।এছাড়া ১৯৬১ সালের এডভোকেট আইন অনুযায়ী বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান পদ টি লাভজনক। তাই তিনি ইস্তফা না দিয়ে এবং তথ্য গোপন করে গত বিধানসভা ভোটে বজবজ কেন্দ্র থেকে লড়েছেন।যদিও আইনজীবীদের অনেকেই বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান পদ টি লাভজনক নয় বলে পাল্টা দাবি রেখেছেন। আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন – ‘ এই মামলায় তিনি বিচলিত নন, আইন মেনেই সবকিছু হয়েছে’।
Be First to Comment