অমর মিত্র : প্রখ্যাত সাহিত্যিক, ২২ ডিসেম্বর, ২০২৩। আজ ২২শে ডিসেম্বর। আজ থেকে রাত ছোট হতে আরম্ভ করবে, দিন দীর্ঘ হবে। আজ মনোজ মিত্রর জন্মদিন। ১৯৩৮ সালের এই দিনে সাতক্ষীরার অনতিদূরের গ্রাম ধূলিহরে তাঁর জন্ম। বাংলা মৌলিক নাটকে তাঁর স্থান অনেকটা উঁচুতে। নাট্যসাহিত্যে তিনি চিরজীবী হবেন, আমার তাই বিশ্বাস। ১৯৫৮ সালে মৃত্যুর চোখে জল একাঙ্ক নাটকে যাঁর আরম্ভ, তারপর কত নাটক, পরবাস, চাকভাঙা মধু, অশ্বত্থামা, সাজানো বাগান থেকে রাজদর্শন, যা নেই ভারতে, গল্প হেকিম সায়েব, ভেলায় ভাসে সীতা, জীবন নাট্যে ভরপুর তাঁর অসংখ্য একাঙ্ক, পূর্ণাঙ্গ নাটক। তিনি সারাজীবন উচ্ছিন্ন মানুষের কথা লিখেছেন। বেঁচে থাকার কত রকম উপায়ের কথাই না লিখেছেন। যে বৃদ্ধ ছিলেন মৃত্যুর চোখে জল নাটকে, তিনিই যেন বারবার বেঁচে থাকার আকুতি নিয়ে হাজির। সকলেই যেন বাঞ্ছারাম। সকলেই চাকভাঙা মধুর মাতলা। আজ তাঁর ৮৫ পূর্ণ হলো। ৮৬তে পা। বাঞ্ছারাম দীর্ঘজীবী হন। তাঁকে আমার আভূমি প্রণাম।
Be First to Comment