গোপাল দেবনাথ – মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের প্রধান উদ্যোক্তা তেজেন্দ্রনারায়ণ মজুমদার জানালেন যে, আগামী ডিসেম্বর মাসের ১তারিখ উত্তমমঞ্চে এবং ৭ ও ৮ই ডিসেম্বর ও আগামী বছরের ১৩ই ফেব্রুয়ারি নজরুল মঞ্চে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হতে চলেছে স্বরসম্রাট উৎসব। প্রথম দিনের অনুষ্ঠানে উদীয়মান কন্ঠ সঙ্গীত যন্ত্র সঙ্গীতের পাশাপাশি নৃত্য শিল্পীরা অংশ গ্রহণ করবেন। এর পরবর্তী দুদিনে নামী শিল্পীরা অংশ নেবেন বলে জানা গেছে। যে সব প্রথিত যশা শিল্পীরা অংশ নেবেন তারা হলেন কুমার বোস, উদয় ভাওয়ালকার, রুনু মজুমদার, নিশাত খান, অজয় চক্রবর্তী, আশীষ খান, কডা ইকুরি মানি, সুজাতা মহাপাত্র, আরতি আংলকের, রাহুল শর্মা। এ ছাড়াও অংশ নেবেন বিক্রম ঘোষ, রাম কুমার মিশ্র, আনন্দ গোপাল বন্দোপাধ্যায়, শুভঙ্কর বন্দোপাধ্যায়। আগামী বছর ই পন্ডিত রবিশঙ্করজী র জন্মশত বর্ষ, এই উপলক্ষ্যে ১৩ই ফেব্রুয়ারি কলকাতার নজরুল মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন জাকির হোসেন ও তেজেন্দ্রনারায়ণ মজুমদার। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুমার বোস, বিক্রম ঘোষ, শিল্পী শুভা প্রসন্ন, অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জী, কবি শ্রী জাত, জয় সরকার, শ্রীকান্ত আচার্য, শুভ মিতা, চিত্র পরিচালক গৌতম ঘোষ, সিদ্ধার্থ চ্যাটার্জি, আনন্দ গোপাল বন্দোপাধ্যায় এবং পন্ডিত অজয় চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজনরা। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন মধুমন্তী মৈত্র।
অষ্টম বর্ষে স্বরসম্রাট উৎসব-
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment