গোপাল দেবনাথ : বার্নপুর, ৮ মার্চ ২০২৪। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। নারীদের সন্মান জানানো ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা সেইসাথে নারীদের কাজ কে স্বীকৃতি জানানো এইসব নিয়েই নারী দিবস। এই বিশেষ দিনটি বিশেষভাবে উদযাপন করলো অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। বার্নপুর বাসস্ট্যান্ড এ স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা’র মূর্তির পাদদেশে আয়োজিত হলো এইদিনের অনুষ্ঠান।
আসানসোল নিবাসী প্রখ্যাত খেলোয়াড় শ্রীমতি বন্দনা মাজী কে উত্তরীয় ও সার্টিফিকেট দিয়ে সন্মান জানালেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার সংস্থার প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী সাথে ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। বন্দনা মাজী উপস্থিত সাংবাদিকদের বলেন এই সম্মাননা পেয়ে অত্যন্ত খুশি।
নারীদের প্রতি এই সন্মান প্রদানের জন্য বুম্বা মুখার্জী কে সাধুবাদ জানান।
Be First to Comment