নিজস্ব প্রতিনিধি : সিকিম, ২৯ এপ্রিল, ২০২৩। অর্গালাইভ ইন্ডিয়া তাদের ১৪৫ জন অত্যুৎসাহী সদস্যদের সহযোগিতায় সিকিম এর ছাঙ্গু লেকের কাছে ১৪০০০ ফুট উচ্চতায় গত ১৯ এ এপ্রিল ঠিক ১২.৩৪ মিনিটে তারা আনুষ্ঠানিক ভাবে পদার্পণ করে এবং পতাকা উত্তোলন করে। আমাদের দেশে প্রথমবার ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় এই ঘটনার সাক্ষী হয়েছে কয়েক হাজার দর্শনার্থী এবং এই বাংলার সংস্থা অর্গালাইভ। এই পদক্ষেপ নজিরবিহীন ও গর্বের প্রতিটি বাঙালির জন্য। সংস্থার কর্ণধার দীপ চ্যাটার্জি ও কৃষ্ণা চ্যাটার্জি উপস্থিত সাংবাদিকদের বলেন এরপর তাদের লক্ষ্য বাংলার নাম ও তাদের সদস্যদের নিয়ে দ্বিতীয় গন্তব্য বিদেশ এর মাটি যেটা তারা আনুষ্ঠানিক ভাবে আগামী অগাস্ট মাস এ সম্পন্ন করতে চলছে। তারা প্রতিজ্ঞাবদ্ধ কর্মসংস্থান তৈরীর জন্য ও বাংলার নাম কে পৃথিবীর বুকে আরো উজ্জ্বল করার জন্য।
অর্গালাইভ ইন্ডিয়া ১৪৫ জন অত্যুৎসাহী সদস্য দের সহযোগিতায় ছাঙ্গু লেকের নিকট ১৪০০০ফুট উচ্ছতায় আনুষ্ঠানিক পদার্পণ ও পতাকা উত্তোলন করলো

More from InternationalMore posts in International »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সিঁদুরের শক্তি’…..।
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
More from TravelMore posts in Travel »
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- Murshidabad Heritage Festival 2025: A Celebration of Culture, History, and Splendor….
- Experience blissful Durga Puja holidays at the serene ambience of Ibiza The Fern Resort & Spa, Kolkata….
- এবার আজারবাইজানে পর্বতাভিযান….।
- পৃথিবীর যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি মাটির আগ্নেয়গিরির জন্য আজারবাইজান পরিচিত। বিশ্বের ৭০০টি মাটির আগ্নেয়গিরির মধ্যে ৩৫০টি আজারবাইজান প্রজাতন্ত্রে অবস্থিত….।
- Launch of Bangladesh Visa Application Centres in Guwahati, Silchar, and Bongaigaon…..
Be First to Comment