নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ অক্টোবর , ২০২৫। বহু প্রতীক্ষিত হৈমন্তীর রায় এর কণ্ঠে সাংস্কৃতিক মহোৎসব, এ বছর তার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন হতে চলেছে, যা সঙ্গীত নৃত্য ও সংস্কৃতির এক মহাসম্মিলন। আগামী রবিবার ১৯ই অক্টোবর, ২০২৫, সত্যজিৎ রায় অডিটোরিয়াম, আই সি সি আর, বিকেল ৫টা থেকে আয়োজিত হতে চলেছে এই উৎসবের।
এ বছরের মহোৎসব হবে এক অভূতপূর্ব সঙ্গীত ও নৃত্যের মেলবন্ধন। থাকবে রবীন্দ্রসঙ্গীত, বাংলা ও হিন্দী আধুনিক গান, গজল এবং লোকসঙ্গীত, এসবের সঙ্গে নানান কবির কবিতার কোলাজ। এর সঙ্গে থাকছে লাইভ অর্কেস্ট্রা, যারা পরিবেশন করবে ভারতীয় ও পাশ্চাত্য সংগীতের অনবদ্য সংমিশ্রণ। অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ থাকছে অন্যতম আকর্ষণ হিসেবে। পরিচালনায় কলকাতা ইয়ুথ অনসম্বল এর অমিতাভ ঘোষ। মহোৎসব মঞ্চস্থ করবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অপরূপ সৌন্দর্য। খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় কত্থক ও ভরতনাট্যম দর্শকদের পৌঁছে দেবে তাল ও লয়ের চিরন্তন ভুবনে।
এ বছরের বিশেষ আকর্ষণ হবেন হৈমন্তী, যিনি একসঙ্গে গান, আবৃত্তি ও মুগ্ধকর কত্থক নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করবেন—এক কথায় এক অনন্য বহুমুখী শিল্পীর রূপে।
হৈমন্তী রায় জানান,” সংস্কৃতি ও সৃজনশীলতার প্রেমীদের জন্য এই পঞ্চম বর্ষপূর্তি মহোৎসব হবে এক স্মরণীয় মুহূর্ত।”





















Be First to Comment