সৃঞ্চিণী পোদ্দার, নিউটাউন: ২ নভেম্বর ২০২৪। “স্কুলের ব্যাগটা বড্ড ভারী” ।। কবীর সুমনের লেখা কবিতার প্রতিটি লাইন যেন একেবারে স্পষ্ট এই পুজো মন্ডপে। যেখানে গোটা মন্ডপ জুড়ে রয়েছে সহস্রাধিক পুতুল। এক টুকরো হারিয়ে যাওয়া শৈশব তুলে ধরতে এ বছরের শ্যামা মায়ের পুজোর আরাধনার মধ্য দিয়ে মণ্ডপ সজ্জার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসের পরিচালনায় আয়োজিত কালীপুজোয়।
দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি । কালীপুজো বাংলায় বেশি প্রাচীন পুজো নয়। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রথম এই পুজো আরম্ভ করেন। তার পর থেকেই সারা বাংলায় ধুমধাম করে শ্যামা মায়ের আরাধনা করা হয়। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ সেই তিথিকে উপলক্ষ করে প্রতিবছরের ন্যায় এ বছরেও নিউ টাউনে তীর্থঙ্কর এইচ আই জি কো-অপারেটিভ সোসাইটি প্রাঙ্গনে ধুমধাম আকারে কালীপুজোর আয়োজন করা হয় । অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসের কর্ণধার অমরনাথ প্রসাদের তত্ত্বাবধানে আয়োজিত এই পুজোর সূচনা করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ , সহ বহু বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে ব্যক্তিত্বরা। উৎসবকে সকলের কাছে আরো আনন্দমুখর করে তুলতে এলাকার দুস্থ অসহায় মহিলাদের পূজো উপলক্ষে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয় এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এইভাবেই প্রতিবছর আমরা জীব সেবার মাধ্যমে দেবীর আরাধনা করতে চাই এমনটাই বললেন, অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসের কর্ণধার তথা প্রধান উদ্যোক্তা অমরনাথ প্রসাদ।
Be First to Comment