Press "Enter" to skip to content

অরুণা আর্য গুপ্তার নতুন ইংরেজি কবিতার বই প্রকাশ….।

Spread the love

সুজিৎ চট্টোপাধ্যায় : কলকাতা, ৮ মার্চ, ২০২২। রবীন্দ্রনাথ বলেছিলেন, যেটা বলিবার কথা, সেটা পুরা বলা কঠিন। ভাষার বাধা বশত কতক বলা যায় এবং কতক বলা যায় না। কিন্তু তবু সৌন্দর্যকে ফুটাইয়া তুলিতে হইবে, কবির এই কাজ। কিংবদন্তি লেখক কৃষণ চন্দর বলেছিলেন, যে কোন সভ্যতার উৎকর্ষ ব্যারোমিটার কবি সাহিত্যিক। আমাদের দেশে কবিতা লেখার চল বেশ প্রাচীন। বাল্মীকি থেকে চর্যাপদ, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ।

মাইকেল থেকে সুনীল, শক্তি। এই তো চলতি মাসের চার তারিখ ছিল মহিলা কবি তরু দত্তের জন্মদিন। মাত্র ২১বছরের জীবনে মাতৃভাষা নয়, ইংরেজি, ফরাসি ও জার্মান ভাষার বিখ্যাতজনের কবিতার অনুবাদ করে গেছেন ১৯শ শতাব্দীতেই।

বাংলার মাইকেলের ইংরেজি কবিতা সাদা চামড়ার ইউরোপে ব্রাত্যজনের তালিকায় থেকে যাওয়ার অন্যতম কারণ বর্ণ বিভেদ। নেটিভজনের স্পর্ধা। এখন যুগ বদলেছে। ইংরেজি ভাষায় দক্ষতার পরিচয়ে ভারতীয়রা অনেকটাই স্পর্ধা দেখাচ্ছেন। বঙ্গতনয় সনৎ মণ্ডল আজ এক প্রতিষ্ঠিত নাম। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন গত ৭ মার্চ সোমবার পূর্ব কলকাতার বাইপাসের ধারে এক সাততারা হোটেলের হলে প্রকাশিত হলো এই প্রজন্মের কবি অরুণা আর্য গুপ্তার ৪৬ টি ইংরেজি কবিতার বই “দি হার্ট হ্যাজ ইটস আনসার”।

কবিতাগুলি সম্পাদনা করেছেন রীতা ভিমানি। রীতার পরিচয় আজ আর নতুন করে দেওয়ার যুক্তি নেই। প্রতিবেদককে রীতা জানান, এই প্রজন্মের একটি মেয়ে অরুণা নিজের অস্তিত্বের অনুসন্ধানে খোঁজ চালাতে জীবনের অভিজ্ঞতা, অনুভূতি, চেতনার স্ফুরণেই ৪৬টি কবিতার সংকলন নিয়েই এই বইটি লিখেছে। সামান্য কিছু শব্দ চয়নে আমি সাহায্য করেছি। বাকি পুরো কৃতিত্বটা অরুণার।

কোনও লোকই বড় কবি হতে পারে না, যে পর্যন্ত না সে একই সঙ্গে সুসম্পন্ন দার্শনিক না হয়। বলেছেন কোলারিজ। একজন কবির ঐশ্বর্য হচ্ছে তাঁর কবিতার সম্ভার। বলেছেন, এডমন্ড স্পেন্সার। অরুণার ক্ষেত্রেও দার্শনিক চিন্তনের বহিঃপ্রকাশ দেখি তাঁর কবিতায়। ফেসবুকে দেখছিলাম তাঁর বিলিভ নামের একটি কবিতা। অরুণা লিখছেন_ এ বিলিভ হ্যাজ ডান মেনি ম্যাজিকস্, এ বিলিভ কুড মুভ দ্য পাথ স্ট্যাটিক, এ বিলিভ কুড বিল্ড এ ক্যাসেল এস্থ্যেটিক, ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ড দ্যাটস ডায়নামিক। অরুণার শব্দ চয়নে প্রমাণ হয়, জীবন দর্শনের রসায়নে তাঁর কবিসত্ত্বা জারিত হয়েছে সঠিক মাত্রায়। অরুণার বহুমুখী প্রতিভার প্রমাণ মেলে তাঁর সাহিত্য রচনায়। অ্যামাজন বিপণনের দুনিয়ায় যা ব্যাপক সাড়া যুগিয়েছে।

অরুণা গীতিকারও বটে। নারী পুরুষের সম্পর্কের রসায়ন নিয়ে লাজমি নামের এক মিউজিক ভিডিও লক্ষাধিক দর্শক ইতিমধ্যে দেখে ফেলেছেন। কবি অরুণা নিজেই মডেল হিসেবে সেই মিউজিক ভিডিওতে কাজ করেছেন সুমিত ভরদ্বাজের সঙ্গে। অরুণার নিজস্ব একটি সমাজসেবী সংস্থা আছে ফ্রম এভরি পোর নামে। মানুষের মানসিক স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও শারীরিক অক্ষম শিশুদের জন্য ফ্যাশন শো করে তহবিল সংগ্রহ করেন। সানফ্রানসিসকো’ র একাডেমি অফ আর্টস ইউনিভার্সিটি থেকে ফাইন আর্টস এর ওপর মাস্টার্স করেছেন। রয়েছে নিজস্ব ফ্যাশন হাউস। বিদেশে পড়াশুনোর কারণে অনেকদিন একাই থাকতে হয়েছে। সেসময়ে একাকিত্ব হয়তো তাঁকে ইন্ধন যুগিয়েছে বিভিন্ন সৃষ্টিশীল কাজে। এই মুহূর্তে প্রকাশিত তাঁর নতুন কবিতার বই দ্য হার্ট হ্যাজ ইটস আনসার কতটা কবিতাপ্রেমী মানুষের হৃদয় জয় করে সেটাই দেখার।

এইদিনের অনুষ্ঠানে কবিকে উৎসাহিত করতে হাজির ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও নৃত্যশিল্পী অলকানন্দা রায়, নৃত্য নির্দেশক সুদর্শন চক্রবর্ত্তী, পিঙ্কি ও সৌন্ কেনোর্থি, শামলু দুদেজা, উষসী সেনগুপ্ত, কনসাল জেনারেল অফ টার্কির নিলুৎফার বোস আর্চমেন্ট, রাশিয়ার কনসাল জেনারেল অ্যালেক্সি এম ইদামকিন প্রমুখ। কবিতার বইটির প্রকাশক ম্যান্ডারিন পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.