তোমায় ডাকছি, শোনো!
শতরূপা সান্যাল : পরিচালিকা
দরজা জানালা বন্ধ করেছ সবই
নিজেকে গুটিয়ে নিয়েছ সবার থেকে
কেউ নেই পাশে, কেউ নেই কাছাকাছি
একলা চাদরে নিজেকে রেখেছ ঢেকে।
অথচ চাইছ, কেউ যেন এসে যায়-
বন্ধ দুয়ারে ঘা দেয় ভীষণ জোরে
কেউ যেন এসে মুছে দেয় সব কালো
জাপটে জড়িয়ে ধরে যেন জোর করে!
জীবনটা কত সুন্দর হতে পারে
জীবনটা কত ভালোবাসা ছড়াছড়ি!
সে সব তোমার চোখেই পড়ল না গো?
পরশুকে আজ টেনে নিলে তড়িঘড়ি?
এই যে ,আমার ফোন নম্বর নাও!
আমি সেই সখা, যে তোমার দরজায়।
একাকীত্বের চাদর সরিয়ে , এসো
দোর খুলে দেখো, কে আছে অপেক্ষায়!
অভিমান ভালো, তারও চেয়ে ভালো প্রেম
দেখানেপনার পরোয়াই করেনা সে
বেহায়ার মত বন্ধুকে বুকে টানে
সব ভুলে গিয়ে , বোকা বোকা ভালোবাসে।
চালাকি-দুনিয়া ভীষণ গরীব, জানো?
ওদের দোকানে নেই প্রেম- ভালোবাসা
বোকার মতন ওখানে কি করে কেউ
ভালোবেসে ভালোবাসবার প্রত্যাশা?
Be First to Comment