Press "Enter" to skip to content

অভিনেত্রী মৌবনী সরকারের হাত দিয়ে কাবেরী’র কেয়ার ইউ এর দুটো নতুন প্রোডাক্ট উন্মোচিত হলো….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ জুলাই ২০২৩। কাবেরী সাহা। বাবা কমল করের ইচ্ছায় ও অনুপ্রেরনাতে বড় হয়ে উঠা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য কিছু একটা করার। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে দুর্গানগরে স্বামী ইন্দ্রনীল সাহার সাথে বিবাহবন্ধন এবং একমাত্র কন্যা কেয়া কে নিয়ে আজ বহু মানুষের প্রতিপালকের ভূমিকায় কাবেরী। আজ এক বুক স্বপ্নের কারিগর কাবেরীর বাঙলার ঘরে ঘরে তাঁর তৈরী করা সৌন্দর্য্য পরিচর্যার হাতিয়ার “কেয়ার ইউ” প্রোডাক্ট পৌঁছে দিচ্ছেন।
তাঁরই উদ্দ্যোগে রূপ সজ্জার নতুন দুটি প্রোডাক্টের সূচনা হল। “আণ্টি ব্লেমিশ ক্রিম” এবং “এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু”। কাবেরী এবং মেয়ে কেয়া সাহা লেখিকা, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মৌবনী সরকারের হাতে তুলে দিলেন নতুন প্রোডাক্ট দুটি। সাংবাদিকদের সংস্থার কর্ণধার কাবেরী জানালেন-
অনেক মানুষের স্বচ্ছলতা থাকা স্বত্বেও সৌন্দর্যের সঠিক পরিচর্যা করতে পারে না, বলিরেখা বা বার্ধক্যে কালো ছোপ ছোপ দাগ ,স্ট্রেচ মার্ক, বার্থ মার্ক এর দাগ থেকে যায়।
এই অত্যাধুনিক যুগে মডার্ন টেকনিকের সহায়তায় মহিলা এবং পুরুষ কে সুন্দর করা যেতে পারে। সেই চিন্তা মাথায় নিয়েই মডার্ন ট্রিটমেন্টের উপর ডিপ্লোমা করে মেশিন সম্বন্ধে বিস্তর জ্ঞান অর্জনের পর এবং কিছু ডাক্তারের পরামর্শ ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হলো ২০১২ সালের ২২ শে জুলাই “কেয়ার ইউ”। দীর্ঘ ১১ বছরে প্রায় সাতটা ব্রাঞ্চ । সৌন্দযের উপকরণ যাতে বাড়িতে বসেই মানুষ পেতে পারেন তার জন্য চালু হল অনলাইন ডেলিভারি। এর ফলে ব্যবসার সঙ্গে চলল অনেক মহিলার কর্মসংস্থানের যোগ সূত্র ,পাশাপাশি ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও কাজ পেলেন মহিলারা। অনেক অর্থ আর লড়াই করে নিরন্তর চেষ্টা চালিয়ে এখন পর্যন্ত ২০ টি বিউটি প্রোডাক্ট মার্কেটে রয়েছে। যা শহর কোলকাতা ছাড়িয়ে কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, মালদা ,শিলিগুড়ি এবং রাজ্যের বাইরে দিল্লি মুম্বাই -ত্রিপুরা আসামে বাজারজাত করতে পেরেছি শুধুমাত্র মানুষের চাদিদার সাথে আমাদের কর্মীদের অপার সম্ভাবনাময় উৎপাদনী দক্ষতায় জানালেন কেয়ার ইউ এর কর্নধার কাবেরী সাহা। উৎপাদনের দুটির বিষয়ে তিনি বলেন…


*আণ্টি ব্লেমিশ ক্রিম*
কসমেটিক ,হার্বাল অনেকের মুখে শোনা যায় সানটোন, যে কোনো কালো দাগ মুখের স্কিন নষ্ট করে দেয়। এন্টি  ব্লেমিশ কেয়ার কালো দাগ ছোপ ছোপ দাগ সরিয়ে মুখের উজ্জলতা ফিরিয়ে আনে। যে কোনো ধরণের স্কিনে এই আণ্টি ব্লেমিস ক্রিম ব্যবহার করা যেতে পারে। ছেলে মেয়ে সহ সকলেই ব্যবহার করতে পারবে। এই ক্রিমের দামও খুব কম। তাই সবার জন্য শ্রেয় বলা যেতে পারে।

*এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু*

এই শ্যাম্পু পুরো হার্বাল হানি বেসড শ্যাম্পু।
এটাতে বেশিক্ষণ চুলে মাখিয়ে রাখার প্রয়োজন হয় না। চুলে কালার দিলে যেমন মাথার পাশে লেগে থাকে কালার শ্যাম্পু লেগে থাকে না। এই শ্যাম্পু খুব বেশি হলে পাঁচ মিনিট মাখিয়ে রাখলেই চলবে। অ্যামোনিয়া ফ্রি হওয়াতে কোন সাইড এফেক্ট ও নেই।

More from HealthMore posts in Health »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.