Last updated on February 22, 2022
গোপাল দেবনাথ : কলকাতা, ২১ ফেব্রুয়ারি, ২০২২। ফেস এর নিবেদনে এবং রয়েজ মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এর প্রযোজনায় অন্যধারার সিনেমা ‘অগ্নিমন্থন’ নামটির সাথে সিনেমা প্রেমীদের মধ্যে ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে। এই সমাজের গতানুগতিক গল্পের বাইরে গিয়ে একটু ভিন্ন স্বাদের গল্পের ভাবনা মাথায় আসে বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও পরিচালক প্রবীর রায় এর।
এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন অশোক রায়। এমনই একটি গল্প যা আজকের সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য খুঁজে পেতে পারেন দর্শকরা। হয়তো তর্ক বিতর্ক হতে পারে।
গত ১৯ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে প্রযোজক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুতেই সম্প্রতি প্রয়াত এই দেশের তিনজন প্রবাদ প্রতিম সংগীতশিল্পীর স্মরণে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে এই সিনেমার দুটি পোস্টার ও পাঁচটি গান প্রকাশ করলেন উপস্থিত অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, গীতিকার, সুরকার সহ বিশিষ্ট অতিথিগণ।
দীর্ঘদিনবাদে এই সিনেমায় অভিনয় করলেন নাট্য জগতের বিশিষ্ট অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য, অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন মৌমিতা গুপ্ত, চিত্রপরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকার, মৈত্রেয়ী মিত্র, সুবীর ভট্টাচার্য, বৈশালী মজুমদার, ঋক দে, সোনালী ঘোষ, ওশনি দাস, মৌসুমী সাহা, নিবেদিতা দে সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।
উপস্থিত অতিথিগণ তাদের নিজেদের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সামনে ব্যক্ত করেন। ‘রু’ মিউজিকের পক্ষ থেকে গান প্রকাশ ও পোস্টার লঞ্চ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমজ্যোতি মুখার্জী, পরিচালক প্রবীর রায়,
সোমাশ্রী রায়, অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য, মডেল অভিনেত্রী ফালাক রশিদ রায়, প্রযোজক নীল রায়, সংগীতশিল্পী তনুশ্রী দেব, সংগীত পরিচালক বুদ্ধ গাঙ্গুলি, গীতিকার শান্তিনাথ কুন্ডু, ডিরেক্টর অফ সিনেমাটোগ্রাফি শান্তনু ব্যানার্জী,
পোস্টার ডিজাইনার গৌতম বরাট, অভিনেত্রী ওশনি দাস, বৈশালী মজুমদার, মেকআপ আর্টিস্ট বিদিশা বিশ্বাস এবং সিনেমার সম্পাদক ঋতম ভট্টাচার্য।
এই অগ্নিমন্থন সিনেমা নিয়ে সকলেই আশাবাদী। আশাকরা যায় আগামী বাংলা নববর্ষে প্রেক্ষাগৃহে এই সিনেমার মুক্তি ঘটবে।
Be First to Comment