শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ৩ নভেম্বর ২০২১। গত ১ নভেম্বর পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী মুক্তি প্রতীক্ষিত ছবি অন্তর্ধান ছবির টাইটেল মুক্তির অনুষ্ঠানে এসে অভিনেত্রী মমতাশঙ্কর যা বললেন, তাতে বেশ অস্বস্তিতে পড়ে যান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।কথা প্রসঙ্গে মমতাশঙ্কর বলেন,পরমের মাকড়শায় খুব ভীতি। পরম মমদির কথায় বেশ লজ্জা পেলেন তা বোঝা গেল স্পষ্ট। বিজ্ঞানের পরিভাষায় মাকড়শা ভীতিকে বলে, আরাকনোফোবিয়া।১৯৯১সালে লন্ডনের সিটি ইউনিভার্সিটির বিজ্ঞানী গ্রাহাম ডেভিড এক পরীক্ষা চালিয়ে জানিয়েছিলেন, বিশ্বের প্রায় ৭৫শতাংশ মানুষ মাকড়শা জাতীয় আরাকনিড ফোবিয়ায় ভোগে।
ফিরে আসি অরিন্দম ভট্টাচার্যের অন্তর্ধান ছবি প্রসঙ্গে। ছবির কাহিনী এক ক্লাস এইটের ছাত্রীর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে। অধ্যাপক অনির্বাণ পেশায় অধ্যাপক। স্ত্রী তনু গৃহবধূ। একমাত্র কন্যা জিনিয়া প্রবাসী বাঙালি এই পরিবার থাকেন হিমাচল প্রদেশের কসৌলি নামের এক ছোট্ট শহরে। কন্যার চরিত্রে সাবলীল অভিনয় করেছেন নবাগতা মোহর চৌধুরী। অভিভাবকের দুই চরিত্রের শিল্পী পরমব্রত ও তনুশ্রী। আর এক গুরুত্বপূর্ণ সি আই ডি চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন রজতাভ দত্ত।
চলতি বছরের ১০ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। জিনিয়ার অন্তর্ধানকে ঘিরে যে রহস্যের বুনন গড়ে তুলেছেন পরিচালক তা ছবির দর্শকদের তৃপ্তি দেবে এবিষয়ে প্রবল আত্মবিশ্বাসী পরিচালক অরিন্দম ভট্টাচার্য।
Be First to Comment