নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫। আক্রান্ত বঙ্গবন্ধু। বুলডোজার চলল বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২-এর বাড়িতে। হাসিনার দেশ ছাড়ার পর থেকেই ইতিহাসকে বদলে ফেলার কাজ চলছে। আক্রান্ত সংখ্যালঘুরাও। বিচারের নাম চলছে প্রহসন। এই পরিস্থিতিতে ছাড় পেল না ভাষা দিবসও। কুমিল্লায় ভাষা শহিদদের স্মরণে নির্মিত মিনার গুঁড়িয়ে দিল উন্মত্ত জনতা। এর আগে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাহান্নর ভাষা আন্দোলনের আঁতুড়ঘর নারায়ণগঞ্জের বায়তুল আমান ভবন। মুহাম্মদইউনূসের বাংলাদেশে আজ বাংলা ভাষা আক্রান্ত। পাকিস্তানের প্রেমে মজে ক্রমশ উর্দুকে চাপিয়ে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সাত দশক পরে আবার বিপন্ন বাংলা ভাষা। মাথা চাড়া দিচ্ছে মৌলবাদ। কিন্তু একদিন এই একুশে ফেব্রুয়ারিতেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছিল কোটি কোটি বাঙালি। মুক্তিযুদ্ধের পথ দেখিয়েছিল ভাষা আন্দোলন। বাংলাদেশ কি সেই আন্দোলনের ইতিহাস সমেত মুছে ফেলতে চাইছে বাংলাভাষাকে? উত্তর খুঁজতে বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রক্তরাঙা বাংলাভাষা’। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রক্তরাঙা বাংলাভাষা’….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment