নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ সেপ্টম্বর ২০২২। টিভির হরেকরকম্বা চ্যানেল, ইন্টারনেট, সিডি, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম— প্রযুক্তির ডালিতে বিনোদনের ঝুলি ভরপুর। তবু আজও পূজোর ঢাক বাজলে ছুট দেয় আম বাঙালির মনোরথের ঘোড়া। জুড়ে যায় অতীত আর বর্তমান। অতীতে কেমন ছিল বাঙালির পূজো? দেড়শো বছর পিছনে ফিরে গেলে বারোয়ারি পূজো পাওয়া যায় না। তখন পূজো বলতে রাজবাড়ির পূজো।
পাঁচ খিলানের নাটমন্দির, রেড়ির তেলের ঝাড়বাতি, বলির আয়োজন, বাঈনাচ আর তোপধ্বনি।
ডাকের সাজ, রুপোর অস্ত্র আর সোনার গয়নায় মোড়া একচালার ঠাকুর।
কারও পূজো বৈষ্ণবমতে, কারও তন্ত্রমতে তো কারও শাক্তমতে। আর সেই পূজোর সাথে জড়িয়ে আছে রোমাঞ্চকর সব গল্প।
আর এই গল্প শুধু রাজবাড়ির নয়, এই গল্প বাঙালিয়ানার গল্প।
*দেখুন TV9 বাংলা বাঙালিয়ানায় ‘রাজবাড়ির পূজোর গল্প’। আগামীকাল রবিবার সকাল ১০ টায়।*
Be First to Comment