Press "Enter" to skip to content

TV9 বাংলা শারদীয়া…..।  

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ই অক্টোবর ২০২১: বন্ধ হয়নি কোভিডাসুরের চোখ রাঙানি। বিরাম নেই বাদলধারায় । তারই ফাঁকে কখনও সোনালি রোদ্দুরের উকিঝুঁকি। আশ্বিনের আকাশে আগমনীর বার্তা। সেই পরশ মাখিয়েই শারদ-অনুষ্ঠানের ডালি সাজিয়েছে TV9 বাংলা। করোনা ভাইরাসের দ্বিতীয় দফার তাণ্ডবের সময় TV9 বাংলা সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।  ‘মানুষের পাশে’ অনুষ্ঠানের মাধ্যমে। TV9 বাংলার পুজোর অনুষ্ঠানেও এখন সেই উষ্ণতা।
এই বাংলা নিউজ চ্যানলে দেখা যাচ্ছে ‘শারদীয় লোগো’। শুরু হয়েছে দুর্গোৎসব নিয়ে সব ধরনের বাঙালির আবেগের সঙ্গে সম্পর্কিত নানা অনুষ্ঠান। মোট ৩৫ দিনে পুজো সংক্রান্ত অনুষ্ঠানের সংখ্যা ৯০। আর সময়ের হিসেবে তা মোট ১০ হাজার মিনিটের। TV9 বাংলার শারদীয় লোগো’য় রয়েছে দুর্গোৎসবের ঐতিহ্য ও গর্বের ধারা। এবারের TV9 বাংলা শারদীয়া’র পুজো অনুষ্ঠানের ট্যাগলাইন- ‘পুজো আবার TV9 বাংলা’-এ। রকমারি পুজো-অনুষ্ঠানের সঙ্গে থাকছে বিশ্ব থেকে ঢুঁড়ে আনা টাটকা খবরও।
TV9 বাংলায় বাজছে থিম সং ‘পুজোর গান’। সুর করেছেন দেবজ্যোতি মিশ্র। আগমনী-বার্তা দিক্-দিগন্তে ছড়িয়ে দেওয়ার সঙ্গে উৎসবের আবহ এই ‘পুজোর গান’-এ। আর মহালয়ার দিন, দেবীপক্ষের শুরুতে অনুষ্ঠানে জমজমাট থাকবে TV9 বাংলার পর্দা । সম্প্রচারিত হবে ১২০ মিনিটের বিশেষ অনুষ্ঠান ‘তোমারই মাটির কন্যা’। সম্প্রচার করা হবে আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। যেমন ‘অন্য দুর্গা’-দুর্গা হয়ে ওঠার  কাহিনী। ‘দুর্গা পুজোর বায়োস্কোপ’– ৪০০ মিনিটের তথ্যচিত্র (ডকুমেন্টরি), ‘পুজোয় আবার রাজার বাড়ি’-রাজবাড়ির পুজোর গল্প, ‘TV9 বনেদিয়ানা’- বনেদি বাড়ির পুজো , ‘TV9 পুজোর খবর’- প্রতি মূহুর্তের খবরাখবর, ‘TV9 পুজোর আড্ডা’- থিয়েটার বা নাটকের আড্ডা, সিনেমার আড্ডা,  টলি-টেলি আড্ডা, পুজোর ইতিহাস ও সংস্কৃতির আড্ডা, ‘TV9 বাংলার পুজোর সেরা’- প্রতিযোগিতার সেরা পুজো এবার TV9 বাংলায়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.