নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৭ জুন, ২০২৫। বোলপুরের আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় গালিগালাজ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। তবুও গ্রেফতার হননি অনুব্রত। দু’বার শারীরিক অসুস্থতার বাহানায় পুলিশের কাছে হাজিরা এড়িয়েছিলেন। ক্ষমাও চেয়েছেন দলের নির্দেশে। শেষমেশ স্বশরীরে দেখাও করে এসেছেন শান্তিনিকেতনের এসডিপিও-র দফতরে। বোলপুরের আইসি-কে গালিগালাজ কিছুটা অস্বস্তিতেই ফেলেছে বীরভূমের বাঘকে। একসময় পুলিশকে বোমা মারতে দাওয়াই দিয়েছিলেন। তাঁকে বারবার দেখা গেছে পুলিশকে হুমকি দিতে। নকুলদানা থেকে গুড়বাতাসার ভয়ে কেঁপেছে গোটা বীরভূম। তখন তিনি ছিলেন দলের কাছের মানুষ। বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনার কথা ছিল! কিন্তু ফেরার পর কি বাঘকে ভুলে গেল বীরভূম? বীরভূমের বীর সন্তানকে কি একটু দূরেই সরিয়ে দিল রাজ্যের শাসক দল? বীরভূমে সভাপতির পদ আগেই লোপ করা হয়েছিল। ফলে কোর কমিটিকেই গুরুত্ব দিয়েছে দল। লোকসভা আর পঞ্চায়েতের দলের পর অনুব্রতর বিরোধী গোষ্ঠীকেই কি গুরুত্ব দিচ্ছে দল? বিধানসভা ভোটের আগেই কি কেষ্টর হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেবে তৃণমূল? কোর কমিটি থেকেও বাদ পড়বেন তিনি? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘অস্তাচলে অনুব্রত?’’… ৮ জুন ২০২৫, রবিবার, রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘অস্তাচলে অনুব্রত?’’……।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from T VMore posts in T V »












Be First to Comment